• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩৪ °সে
  • বেটা ভার্সন
sonargao

কবিতা : অনাবিল সংঘাত

  তৌহিদুল ইসলাম

১৮ মার্চ ২০১৯, ১১:০৯
কবিতা
ছবি : প্রতীকী

সবই বুঝবার পারি তবুও কিছু বলার ইচ্ছা জাগে না। চারদিকে শিয়ালের উৎপাতে মুরগির মতো আমিও আড়ষ্ট। মিনারের চূড়া থেকে আগত প্রতিধ্বনি যেন মেসাকার করে দিবে শির উঁচু করে দাঁড়ানো অমানবিক সভ্যতা। অথচ তা আর হয়ে উঠে না!

কুত্তা আর শিয়ালের অপ্রতিরোধ্য ভুল বুঝাবুঝির মাঝে, নেংটি ইঁদুর নেউলে কোণঠাসা হবে; তা আর বললাম না। সবই বুঝবার পারি তবুও কিছু বলার ইচ্ছা জাগে না।

ভেড়ামাড়ার মাটির ঘরগুলো একদিন ধসে পড়বে, ওয়ারী বটেশ্বর আবারো জাগবে নূতন রূপে।কিন্তু! মারুফার সরলতা কি বেঁচে থাকবে আধুনিকতার রোষানলে পড়ে? হয়তো থাকবে! সবই বুঝবার পারি তবুও কিছু বলার ইচ্ছা জাগে না।

প্রাচ্যের কাবা হেঁটে চলে যাবে উর্বর পাশ্চাত্যে, মার্কিন মুল্লুকে মাথাচাড়া দিয়ে উঠবে মসজিদে নববী। অক্টোবর বিপ্লব নূতন রূপে জেগে উঠবে হেরার কিনারায়, মোজেসের শ্মশ্রু খসে পড়বে পিরামিডের পাদদেশে। সবই বুঝবার পারি তবুও কিছু বলার ইচ্ছা জাগে না।

সবই হবে, আমি থাকবো না মুদ্রার উল্টো পিঠের ঘটনাও ঘটতে পারে আমি দেখবো না। সবই বুঝবার পারি তবুও কিছু বলার ইচ্ছা জাগে না।

সবই বুঝবার পারি তবুও কিছু বলার ইচ্ছা জাগে না। চারদিকে শিয়ালের উৎপাতে মুরগির মতো আমিও আড়ষ্ট। মিনারের চূড়া থেকে আগত প্রতিধ্বনি যেন মেসাকার করে দিবে শির উঁচু করে দাঁড়ানো অমানবিক সভ্যতা। অথচ তা আর হয়ে উঠে না!

কুত্তা আর শিয়ালের অপ্রতিরোধ্য ভুল বুঝাবুঝির মাঝে, নেংটি ইঁদুর নেউলে কোণঠাসা হবে; তা আর বললাম না। সবই বুঝবার পারি তবুও কিছু বলার ইচ্ছা জাগে না।

ভেড়ামাড়ার মাটির ঘরগুলো একদিন ধসে পড়বে, ওয়ারী বটেশ্বর আবারো জাগবে নূতন রূপে।কিন্তু! মারুফার সরলতা কি বেঁচে থাকবে আধুনিকতার রোষানলে পড়ে? হয়তো থাকবে! সবই বুঝবার পারি তবুও কিছু বলার ইচ্ছা জাগে না।

প্রাচ্যের কাবা হেঁটে চলে যাবে উর্বর পাশ্চাত্যে, মার্কিন মুল্লুকে মাথাচাড়া দিয়ে উঠবে মসজিদে নববী। অক্টোবর বিপ্লব নূতন রূপে জেগে উঠবে হেরার কিনারায়, মোজেসের শ্মশ্রু খসে পড়বে পিরামিডের পাদদেশে। সবই বুঝবার পারি তবুও কিছু বলার ইচ্ছা জাগে না।

সবই হবে, আমি থাকবো না মুদ্রার উল্টো পিঠের ঘটনাও ঘটতে পারে আমি দেখবো না। সবই বুঝবার পারি তবুও কিছু বলার ইচ্ছা জাগে না।

নবীন- প্রবীন লেখীয়োদের প্রতি আহ্বান: সাহিত্য সুহৃদ মানুষের কাছে ছড়া, কবিতা, গল্প, ছোট গল্প, রম্য রচনা সহ সাহিত্য নির্ভর আপনার যেকোন লেখা পৌঁছে দিতে আমাদেরকে ই-মেইল করুন [email protected]
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড