• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩৬ °সে
  • বেটা ভার্সন
sonargao

ধর্মীয় কবিতা : হে রাসুল সা.

  আবদুল হান্নান জুলফিকার

১৭ মার্চ ২০১৯, ১৫:৩০
কবিতা
ছবি : প্রতীকী

হে রাসুল! তোমার নাম ‘মোহাম্মাদ’ কত যে মধুর হয়ত তুমিও জাননা। এ নামের দরুদে তৃপ্তি ফুরায় না, কেনো জানো? তুমি আল্লাহর বন্ধু বলে।

হে রাসুল! তোমায় কাছে পেয়েও আবু জাহেল, লাহাব, উৎবা, শায়বা, চিনল না। কিন্তু বহুদূর থেকে এসে হযরত বেলাল জান্নাতি, কেনো জানো? তোমার ছোঁয়া পেয়ে।

হে রাসুল! কত পূজারি, কত পথহারা ফিরে পায় পথের দিশা, ওমর, আবু বকর, আলী, উসমান, হাঞ্জালা লাখো সাহাবী। কেনো জানো? তোমার ঈমানী পরশ পেয়েছে বলে।

হে রাসুল! তুমি নেই বলে, তোমার রেখে যাওয়া দুর্বল মুমিনরা বিক্ষিপ্ত ভাবে মার খাচ্ছে। অত্যাচারীর স্টিম রোলারে পিষ্ট হচ্ছে প্রতিদিন অসংখ্য মুসলিম মা-বোন।

হে রাসুল! তুমি নেই বলে, আমরা এতিম-অনাথ, অসহায়- কাঙাল, ওরা কেড়ে নিয়েছে সব। বিশ্বের দুয়ারে আমরা আজ ভিখারি, কুকুরের ন্যায় বিতাড়িত করছে প্রতিনিয়ত।

হে রাসুল! রেখে যাওয়া তোমার দ্বীন বদ্ধ রাখিনি, পৌঁছে দিয়েছি বিস্তীর্ণ ভাবে মানুষের দ্বারে দ্বারে। কিন্তু ওরা এমন চায়না, ভেস্তে দিচ্ছে ইসলামকে।

হে রাসুল! তুমি কি শুনতে পাও আমাদের হাহাকার, নিপীড়িত চিৎকার? দেখতে কি পাও আমরা কতটুকু ঈমান নিয়ে বেঁচে আছি?

হে রাসুল! দুনিয়া লোভী হয়ে তোমার রেখে যাওয়া রাজত্বকেও আমরা হারালাম। ঈমান বিকিয়ে আমরা পথভোলা, পথভ্রষ্ট।

হে রাসুল! এই দুর্দিনে তোমাকে হন্নে হয়ে খুঁজে-ফিরে মন, কোথায় পাবো বলো? শুনতে পাও হে রাসুল? কোন মুখ নিয়ে তোমার সামনে হাজির হবো! ঐদিন কি দূরে ঠেলে দিবে আমায়?

হে রাসুল! ভুল-শোধে মিলে খুঁজি তোমায়, পারবে কি ভুল গুলো চুকে ভালোবেসে কাছে নিতে আমায়? আমি যে অন্ধ তবুও পিছু হটিনি, তোমার দুয়ার ছাড়িনি! শাফায়াৎ করো ওগো পরকালে আমায়।

নবীন- প্রবীন লেখীয়োদের প্রতি আহ্বান: সাহিত্য সুহৃদ মানুষের কাছে ছড়া, কবিতা, গল্প, ছোট গল্প, রম্য রচনা সহ সাহিত্য নির্ভর আপনার যেকোন লেখা পৌঁছে দিতে আমাদেরকে ই-মেইল করুন [email protected]
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড