• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ৩৪ °সে
  • বেটা ভার্সন
sonargao

আলেয়া আক্তার আঁখির তিনটি বসন্তের কবিতা

  আলেয়া আক্তার আঁখি

১৩ মার্চ ২০১৯, ১২:৪৯
কবিতা
ছবি : ফটো ক্রেডিট ও মডেল শেখ ঋতু

বসন্ত

কত ফুলের পসরা সাজিয়ে আসে বসন্ত কত অষ্টাদশীর দিন কাটে মালা গেঁথে কতজনা স্মৃতির স্তূপ জ্বেলে দুঃখ কুড়ায় কিছু ধূসর স্বপ্ন উড়ে,আকাঙ্ক্ষিত চিঠি আসে না স্বপ্নের অক্ষর ঘসে ঘসে ছাই রঙা দুঃখ হয় ভেসে থাকে অপেক্ষার নীল জলস্রোতে। ঝড়ের আর্তনাদ নেই,সুখ নামে সবুজ পাতায় কেউ সুখী, খেলে বেড়ায় শিমুলের বনে কেউ বিষণ্ণ ঝরাপাতায় স্নান করে একাকীত্বের কল্পলোকে ফাগুন বলে কিছু নেই তবুও কোকিলের গানে শপথ নেয় সাথী বলে কোনো সুর খোঁজে, অতঃপর আমি আর সে মিলে হই বসন্ত।

বাসন্তী খাম

ভেবেছিলাম আরো কিছু বসন্ত আসবে খোঁপায় গুঁজবো গাঁদা ফুলের মালা ফুলগুলো পাপড়ি মেলবে ময়ূরের পেখমের মতো পলাশ রাঙা সূর্য দেবে মিঠেল উম ক্ষীণ ক্ষীণ আকাঙ্ক্ষা জড়ো হবে মেলা বসাবে, ক্রেতা থাকবে একজন ক্রয়কৃত অনুভূতি দিয়ে শ্লোক বানাবে রাজ্য জয় হবে তবুও শ্লোক থামবে না।

না! বসন্ত আসার আর সম্ভাবনা নেই চাঁদের আলোর মতই সহজলভ্য জীবন মরণ নামক দ্রব্যের সাথে বিনিময় করার সময় ঘনিয়েছে সুন্দর রেখে পরম সুন্দরের খোঁজ চলছে হরদম তাই যা বলবার ছিলো লিখে যাচ্ছি।

প্রিয় বসন্ত

তোমার খোলাচুলের ঢেউয়ের তালে এ শহরেও বসন্ত আসে লাল শাড়ির ভাঁজে কৃষ্ণচূড়া রং ছড়ায় গম্ভীরমুখের পঙক্তিমালায় কোকিলের সুর গান ধরো, অব্যক্ত ইশারায় চোখের পাতা হাসে চুড়ির ঝঙ্কারে ফুলের মাতামাতি হয় নিষ্পাপ চোখে অপেক্ষার ডালা সাজাও অপেক্ষার ফুল প্রস্ফুটিত হয়ে আমাকেও জানায় বসন্তের শুভেচ্ছা।

নবীন- প্রবীন লেখীয়োদের প্রতি আহ্বান: সাহিত্য সুহৃদ মানুষের কাছে ছড়া, কবিতা, গল্প, ছোট গল্প, রম্য রচনা সহ সাহিত্য নির্ভর আপনার যেকোন লেখা পৌঁছে দিতে আমাদেরকে ই-মেইল করুন [email protected]
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড