• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

কবিতা : তদ্বিপরীত

  কাম্‌রুন কেয়া

০৯ মার্চ ২০১৯, ১১:৩৭
কবিতা
ছবি : প্রতীকী

কি অদ্ভুত _ তুমি ও তোমার বিষণ্ণতার ফেনাল ঢেউ মুছে দিও- দিওনা, থাক! সেইসব বিপ্লবের দিনে ধানগাছের গোড়োয় পোকা হয়ে ঘুমিয়ে থাকুক কেউ। জানালার ফাঁক গলে আমার ক্ষুধার্ত চোখ খেয়ে নিতে চায় আকাশ। তুমি সেদ্ধ ধানের গন্ধ হয়ে উঠো তোলপাড় হয়ে যাক ক্ষুধার রাজ্য আমার বয়ে যাক কয়েক জন্মের প্লাবন। চলে যাবে ? যেওনা, থেকে যাও! এইসব আগুনলাগা বিকেল বেলায় অলিন্দ রঙের সূর্য হয়ে ডুবে যাক কেউ তুমি শুধু চেয়ে থাকো- দেখো, আমার চোখের ভেতর তোমার আমার উল্লাসের সংসার, যেন তুমি আমি ঢেউ খেলি ধানগাছ হয়ে যেন অয়নের মুখ গুঁজে বাতাসে বাতাসে_ তবু চলে যাবে?

তোমার রাগ, ঘৃণা, শোক আমার কবিতা হয়ে আসে। তোমার ঠোঁট, নাক, চোখ আমার কবিতা হয়ে আসে। তুমি চলে যাও রেশ থেকে যায় পাহাড় টিলায় পরে থাকে কথার সিক্তা তাই চেয়ে মেপে রাখি চোখের নিক্তায়। অত্যুগ্র তোমার দৃষ্টি - আমার কবিতা হয়ে আসে আমার শুধু ভয় হয় এর পরের বার তুমি এলে যদি প্রেম চলে আসে? যদি সবটা আমার হয়ে যাও? যদি কবিতা না আসে আর? যদি এরপর গ্রীষ্ম,বর্ষা,হেমন্তে তুমি শুধু আসো? কি হবে আমার বলো - যদি আমার বিষণ্ণতা জুড়ে তুমি শুধু থাকো?

নবীন- প্রবীন লেখীয়োদের প্রতি আহ্বান: সাহিত্য সুহৃদ মানুষের কাছে ছড়া, কবিতা, গল্প, ছোট গল্প, রম্য রচনা সহ সাহিত্য নির্ভর আপনার যেকোন লেখা পৌঁছে দিতে আমাদেরকে ই-মেইল করুন [email protected]
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড