• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১  |   ৩৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

বসন্তের চারটি কবিতা

  অধিকার ডেস্ক    ০৭ মার্চ ২০১৯, ১১:৫৯

কবিতা
ছবি : প্রতীকী

সমীকরণ অ্যান্থনি সজীব

সমীকরণটা মিলে যেত অনেক আগেই। তুমি যদি রেশমি সুতোর উড়না নিয়ে রোজ বিকেলে দক্ষিণ পাশের জানালাতে দুহাত দিয়ে উড়নাটাকে উড়িয়ে দিতে, সমীকরণটা মিলে যেত অনেক আগেই।

তুমি যদি কোকিল ডাকা বসন্ততে হলুদ রাঙা শাড়ি পড়ে এলো চুলে ডাগরডাগর লাজুক আঁখির ইশারাতে কাঁচের চুড়ির ঝংকারেতে হাত বাড়াতে, সমীকরণটা মিলে যেত অনেক আগেই।

তুমি যদি কালো টিপের হালকা সাজে আমার হৃদের শান্ত জলে স্পর্শ দিতে, সমীকরণটা মিলে যেত অনেক আগেই।

বসন্ত সুখ এইচ এম বাবু মৃধা

আবারো একটি কবিতা লিখতে চাই বাসন্তী দুপুরের প্রখর রোদ্দুরে আঁকাবাঁকা মেঠোপথ ঘিরে প্রকৃতির সবুজ ছায়াতলে। নীল আকাশে উড়ে চলবে এক ঝাঁক পাখি পাখির কলরবে ফুটে উঠবে কবিতার সূচনা পথের ধারে বয়ে চলা নদীর স্রোতে এক দল বুনোহাঁসের ডুবসাঁতারে কবিতারা খুঁজে পাবে ছন্দ। কোকিলের মিষ্টি সুরে কবিতা পাবে বাসন্তী রস দক্ষিণা বাতাসে উলটে যাবে কাব্যে ভরা ডায়রির পাতা।

নূপুরের শব্দে নড়ে উঠবে মনের কড়া পিছু ফিরে তাকালেই ছুঁয়ে যাবে প্রেয়সীর হলুদ শাড়ীর আঁচল। হঠাৎ কানে বেজে উঠবে কজী নজরুলের সেই বসন্তের গান ‘আসিবে তুমি জানি প্রিয় আনন্দে বনে বসন্ত এলো’।

বসন্ত তুমি যখন এলে মো: গোলাম মোস্তফা (দুঃখু)

বসন্ত কেন এলে দক্ষিণা হাওয়া নিয়ে? ফুলের পাতা যে, পুড়ে গেছে; মন ব্যথার তাপে।

বসন্ত তুমি যখন এলে! গৃহের মালিক পর করেছে , কমল হৃদয় আয়না কে।

অন্তর বলে বসন্ত এসে গেছে , তোমার আসার খবর নিয়ে।

গাছে গাছে বসন্তের হাওয়া পাখির হৃদয় বাগানে বসন্তের বায়না।

মধ্যরাতে মৃত দেহ নিয়ে শুয়ে আছি! বসন্ত এসেছে গেছে এরি মাঝে।

সাদা কাগজ রয়ে গেলো! ভাবনায় মন এখনো পরে রইলো বসন্ত এসে গেছে আগমনের বার্তা নিয়ে।

সকাল হবে বসন্ত মনে। তুমি কি এখনো! মনে রেখেছো বসন্তময় আকাশ। ফুলের রঙ যখন, তোমার হাসির মাঝে প্রাণ পায়।

বসন্ত তখন বলে দেয়, এমনি সুখের হাসি দেখিতে এসেছিলাম।

বসন্তের কোকিল মো.ওসমান গনি শুভ

বসন্তের কোকিল আমি নই তো ভোরের অশান্ত কাক ভালোবাসি বলে বারে বারে আমি পিটাই না ঢোল-ঢাঁক।

স্বর্গের দূত হয়ে আসি আমি আসি না হয়ে নরকের কীট ভালোবাসি বলে উদ্বেলিত হওয়ার কিছু নেই হইও না যেন কখনো ফিট।

তোমার মনকাননে লাল গোলাপটি আমি দেয় ভালোবাসার শোভা দেয়নি তো কখনো ঘৃণার আলো দিয়েছি ভালোবাসার আভা।

তোমার ছোট্ট পৃথিবীর ভোরের শিশিরবিন্দুটি আমি ভালোবাসি তোমায় হৃদয় দিয়ে জানে শুধু অন্তর্যামী।

আমি তোমার ভালবাসার দারুণ রক্তিম সূর্য দিতে পারি সদা জীবনপ্রদীপের আলো আজ আমি বেঁচে নেই অনামিকা তবে যদি ভালবাসতে, তবে মোর কবরপাশে গিয়ে বলতে পার আজও তোমায় বাসি ভালো।

নবীন- প্রবীন লেখীয়োদের প্রতি আহ্বান: সাহিত্য সুহৃদ মানুষের কাছে ছড়া, কবিতা, গল্প, ছোট গল্প, রম্য রচনা সহ সাহিত্য নির্ভর আপনার যেকোন লেখা পৌঁছে দিতে আমাদেরকে ই-মেইল করুন [email protected]
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড