• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩১ °সে
  • বেটা ভার্সন
sonargao

কবিতা : শহীদের বুক থেকে

  শেখ শরীফুল ইসলাম

০৬ মার্চ ২০১৯, ১১:৪০
কবিতা
ছবি : প্রতীকী

আর সকলের মতো সহজ স্বপ্ন দ্যাখি এই রাষ্ট্র আমার মায়ের বুকে ঝুলে থাকা সোনার হার হয়ে আছে, আর প্রতিনিয়ত জন্ম নিয়ে বেড়ে উঠছে সাগর জয়ীরা। দক্ষিণ থেকে হিমেল হাওয়া বুকে মেখে ডানা ঝাপটে বাংলাদেশের সীমান্তে এসে গেছে কালো মাউন্টেন ময়না।

আমাদের দিকে উড়ে আসছে মেঘ পুঞ্জ ফুলের সু-ঘ্রাণ আগামীর প্রত্যুষ ভোরের কোটি কোটি সমুদ্র তরঙ্গ আমরা ছুটছি সেই দিকে জড়ো করে তুলে নিতে সমুদ্রপথ হঠাৎ দেখি বৃক্ষের ফুলে রক্তের দাগ ফুল হয়ে চেয়ে আছে ধূসর মাটি থেকে শোকের বীজ অঙ্কুর ছড়াচ্ছে ভোরের মাঠে শিশিরে শৈশব বুক থেকে ছুড়ে অনাচারী পথিক পাখিরা বাকরুদ্ধ আজ তাদের কণ্ঠ নীলকণ্ঠা সুনামি গান ব্যথিত করছে লোকজনতায়।

এখানে ওখানে রক্তের দাগ। এখানে ওখানে মাথার মগজ। এখানে ওখানে ছিন্নভিন্ন শরীর।

ঘুমন্ত ঘাসের সাথে একান্ত আপন হয়ে ঘুমাচ্ছে শহীদ সেনাপতি আমরা দেখছি জান্নাতি কিছু পাখি সদ্য পৃথিবীর যাত্রা সমার্পন করে,আমাদের প্রিয় পতাকা কফিনে মুড়িয়ে বুক ভরে শোক দিয়ে জায়নামাজ রত নকশি বিছানায় শুয়ে থেকে হাসছে অদ্ভুত কালজয়ী ফাল্গুনী হাসি।

শহীদের বুক থেকে আমাদের দিকে ভেসে আসছে সু-ঘ্রাণ। শহীদের বুক থেকে আমাদের দিকে হেঁটে আসছে সুদিন। শহীদের বুক থেকে আমাদের দিকে উড়ে আসছে আগামীর বাংলাদেশ। ঠিক মায়ের বুকে ঝুলে থাকা সোনার হারের মতো সোনালী বাংলাদেশ।

নবীন- প্রবীন লেখীয়োদের প্রতি আহ্বান: সাহিত্য সুহৃদ মানুষের কাছে ছড়া, কবিতা, গল্প, ছোট গল্প, রম্য রচনা সহ সাহিত্য নির্ভর আপনার যেকোন লেখা পৌঁছে দিতে আমাদেরকে ই-মেইল করুন [email protected]
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড