• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ২৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

কবিতা : মহাপুরুষ

  উজান উপাধ্যায়

০২ মার্চ ২০১৯, ১৩:৩৮
কবিতা
ছবি : প্রতীকী

এসেছে সবাই, এখানে যা কিছু শুষে নিলে ভালো থাকবে আমার হরিণী মন, ভয়ে মরে আমি ও পাথর।

এসেছে লাল নীল সবুজ দুঃখ, বেলুনের ভিতরে ওরাই তো ফুলে ফেঁপে মধ্যেকার অন্ধকারে এলোপাথাড়ি তুলি টেনেছে যার বিবর্ণ স্তনের গভীরে ডুবে থাকা ইজেলে, ক্যানভাসে। সাদাকালো চিঠির পাতায় শূন্যজার নীরবতা।

বলেছে সে, বুঝে নিও ভিতরে কতটা গন্ধ পলাশের।

আকাশের জন্য উপযোগী সুখ কিনতে কিনতে ফতুর মেঘেরা এইবার প্রেমে যেতে বলে, ভালো থাকতে এমনই ব্যবস্থাপত্র -অমোঘ, উদোম।

কিন্তু পুরুষ নই যে আমি, অক্ষর উন্মাদ - আমাকে নিয়ে মন্ত্রপাঠ চলে, পাহাড়ের জন্য কোথায় থাকবে কোনও বুনো অরেলিয়া প্রেমের অন্তরালে আসলে উচ্চতা বাতিকগ্রস্ত কুসুমের বুক চিরে।

শুধুমাত্র তাল তাল উদ্বেগ পায় উদ্বেগ, অনুতাপ, সহানুভূতি- এরা কি ততটা সবল, নিরলস মৌনতার পোশাকি নম্রতায়।

আয় মেয়ে আমাকে গোবরে মেখে নিজের জন্য লাগিয়ে রাখ একটি কৃষ্ণচূড়া।

নবীন- প্রবীন লেখীয়োদের প্রতি আহ্বান: সাহিত্য সুহৃদ মানুষের কাছে ছড়া, কবিতা, গল্প, ছোট গল্প, রম্য রচনা সহ সাহিত্য নির্ভর আপনার যেকোন লেখা পৌঁছে দিতে আমাদেরকে ই-মেইল করুন [email protected]
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড