• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ৩৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

কবিতা : কষ্টে তুমি কাঁদবে

  রোকসানা সিদ্দিক

২৯ জানুয়ারি ২০১৯, ১৪:১৪
কবিতা
ছবি : প্রতীকী

যেদিন আমি হারিয়ে যাবো,কষ্টে তুমি কাঁদবে। নিঃস্ব হয়ে সেদিন তুমি পাষাণে বুক বাঁধবে। নিত্য তখন তোমায় নিয়ে, ভালোবাসার পরশ দিয়ে, যতন করে আলতো ছোঁয়ায়,কে ভুলিয়ে রাখবে? আর কে বলো,এমন করে তোমায় ভালোবাসবে.!

এক পৃথিবী ভালোবাসা হবে আঁধার কালো, তারাভরা আকাশটাও আর জ্বালবে না তো আলো, শুভ্র বেলি তুলে এনে, গেঁথেছিলাম খুব যতনে, তোমার জন্য এমন করে আর কে মালা গাঁথবে? শুকাবে মালা সেদিন ওগো কাঁদবে তুমি কাঁদবে..!

উড়বো আমি আকাশের ঐ মেঘের ভেলায় চড়ে, আমায় দেখে বলবে তুমি,যেওনা গো সরে। থাকবে তোমার মন উচাটন, রইবো পাশে ছায়ার মতন, তখনো কি আমায় ফেলে উল্লাসে রোজ মাতবে? জানি সেদিন কষ্টে তোমার হৃদয়খানি কাঁদবে..!

আমার দেয়া সুখগুলো সব হাতড়ে হাতড়ে খুঁজবে, নামবে আঁধার মন আকাশে,বুঝবে সেদিন বুঝবে। ভালোবাসা দিলাম যত, অবহেলা পেলাম তত, অভিমানে চলে যাবো, তুমি কি বাধ সাধবে? সেদিন আমায় হারিয়ে তোমার কষ্টে হৃদয় কাঁদবে।

নবীন- প্রবীন লেখীয়োদের প্রতি আহ্বান: সাহিত্য সুহৃদ মানুষের কাছে ছড়া, কবিতা, গল্প, ছোট গল্প, রম্য রচনা সহ সাহিত্য নির্ভর আপনার যেকোন লেখা পৌঁছে দিতে আমাদেরকে ই-মেইল করুন [email protected]
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড