• মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১  |   ৩৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

কবিতা : শুধু একবার ভালবাসবে বলে

  অধিকার ডেস্ক    ১৫ জানুয়ারি ২০১৯, ১৬:২১

কবিতা
ছবি : প্রতীকী

শুধু একবার ভালবাসবে বলে- রাতের পর রাত নির্ঘুম নিশাচর হয়েছি, বারান্দায় মৌরে ফুলের সাথে কতো মিথ্যে গল্প করেছি।

শুধু একবার ভালবাসবে বলে- ছন্দছায়ার মতো নির্বাক সঙ্গী হয়েছি ঐ মেঘের, বাতাসের বুক কেটে লিখেছি -ভালবাসি, ভালবাসি।

শুধু একবার ভালবাসবে বলে- কতকাল ঐ হিমালয়ের নিরুদ্দেশ পাহাড় হয়ে আছি, কেউ খবর রাখে না, খালি গায়ে শূন্য বুকে তুষার ছুঁয়ে গেছে গলা অব্ধি!

শুধু একবার ভালবাসবে বলে- চোখের তারায় মশাল জ্বালিয়ে ঘুরেছি এ সমস্ত নগরী, নির্বাসন দিয়েছি কতো শত গৃহপ্রেমীকে!

শুধু একবার ভালবাসবে বলে- কোটি বছর ধরে এ সমাচ্ছন্ন চোখে হাওয়া গুনে এসেছি, হাত কেটে লিখেছি কতশত প্রেমিকার নাম!

শুধু একবার ভালবাসবে বলে- কতকাল ক্ষুধা হয়ে আছি গলির মোড়ের নেড়ি কুকুরটা, কতকাল অপেক্ষা হয়ে আছি নববধূর গৃহত্যাগী স্বামীর জন্যে!

তারপর শীত যায়, বর্ষা আসে, হাওয়া বদলায় - এই রুক্ষ দেহে কতশত বর্ষা বয়ে গেল, লক্ষ কোটি তুষার গিলে ফেলেছি -এই ক্ষীণ চোখে, কেউ আসেনি, কেউ না, শুধু একবার কেউ বলিনি ভালোবাসি!

নবীন- প্রবীন লেখীয়োদের প্রতি আহ্বান: সাহিত্য সুহৃদ মানুষের কাছে ছড়া, কবিতা, গল্প, ছোট গল্প, রম্য রচনা সহ সাহিত্য নির্ভর আপনার যেকোন লেখা পৌঁছে দিতে আমাদেরকে ই-মেইল করুন [email protected]
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড