• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ৩৬ °সে
  • বেটা ভার্সন
sonargao

কবিতা : স্মৃতির প্রতিধ্বনি

  শামসুদ্দিন হীরা

১৩ জানুয়ারি ২০১৯, ১৫:৫১
কবিতা
ছবি : প্রতীকী

হে স্মৃতি ভোলা মানুষেরা তোমাদের উদ্দেশ্যে লিখছি আমি কবি নই, স্মৃতি জাগানিয়া মানুষ মাত্র।

আমার লিখা এতটুকুই পড়ো, যা বর্ণনাতীত- যা কাল্পনিক ও পরাবাস্তব স্মৃতির কাতরতা দুরন্তশৈশব টগবগে যৌবন প্রাণোচ্ছল যুবতি শাহবাগ টিএসসি রমনা পার্ক ছবির হাটে আবছায়া সন্ধ্যা, বর্ষা বিলে রাত যাপন চঞ্চল রংধনুর মতো সারা ঢাকা চষে বেড়ানো, অলস দাওয়ায় বৃষ্টি দেখা হে স্মৃতি কাতর মানুষেরা, আকাশ দেখা ভুলে গেছো? আমাকে দেখো, আমার অবয়ব! খুব সহজ এবং জটিল আকাশে তারার- মিটমিটে দৃষ্টির মতো কাল বৈশাখী ঝড়ে- বিদ্যুৎচমকের ত্বরিতের মতো বুনো অচেনা ফুলের মতো পড়ন্ত বেলাভূমিতে উড়ে যাওয়া বালুর মতো খুব স্বচ্ছ খুব অস্বচ্ছ।

তোমাদের দৃষ্টি এখন উন্নয়ন গণতন্ত্র কিন্তু শান্তি উদ্বাস্তু। একবার গাঁয়ে যাও- দেখো, তোমার সামনে শীতের কচি রোদে সানকীতে সুস্বাদু মোটা ভাত কি আমোদে গিলছে। খেতের নরম মূলা বিলের পুঁটিমাছ মায়ের অকৃত্রিম ভালবাসা।

নিজামের ছেলে পকেটে রাখে রঙিন পতঙ্গ তার চেহারায় কাকচক্ষু সমুদ্রের সুরেলা ঢেউয়ের রাশি গাঢ় অন্ধকার বনে স্মৃতির প্রতিধ্বনি বৃক্ষদের কাছে শোনা পৌরাণিক গল্প সূর্যের আড়ালে চাঁদের সাথে কথোপকথন।

নিজামের ছেলের মতো আমার চোখের ঢেউ জোরালো নয় আমি বসে থাকি স্মৃতির পাড়ে মহাকালে ডাকে সাড়া দিবো ক্রমে কবিতায় জলের দাগ বাড়ে।

নবীন- প্রবীন লেখীয়োদের প্রতি আহ্বান: সাহিত্য সুহৃদ মানুষের কাছে ছড়া, কবিতা, গল্প, ছোট গল্প, রম্য রচনা সহ সাহিত্য নির্ভর আপনার যেকোন লেখা পৌঁছে দিতে আমাদেরকে ই-মেইল করুন [email protected]
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড