• মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১  |   ৩৬ °সে
  • বেটা ভার্সন
sonargao

নতুন বইয়ের বার্তা

‘নাগরী প্রকাশ’ থেকে প্রকাশিত হচ্ছে ‘নরকে নক্ষত্র’

  অধিকার ডেস্ক    ১০ জানুয়ারি ২০১৯, ১৫:৪৪

প্রচ্ছদ
প্রচ্ছদ : উপন্যাস ‘নরকে নক্ষত্র’

‘নাগরী প্রকাশ থেকে অমর একুশে বইমেলা ১৯-এ প্রকাশ হতে যাচ্ছে হাসান রোকনের উপন্যাস ‘নরকে নক্ষত্র’। উপন্যাসটির প্রচ্ছদ করেছেন সামির বিপ্লব।

উপন্যাসটি প্রচণ্ড ব্যক্তিস্বাধীনতায় বিশ্বাসী রোদরাঙা একটি মেয়েকে নিয়ে গড়ে উঠেছে। মেয়েটির নাম রোদেলা । সে খুব গোছানো স্বভাবের শান্ত মেয়ে। কিন্তু সময়ের সাথে সাথে যখন ঘর ছেড়ে আঙিনা, এবং আঙিনা পেরিয়ে পৃথিবীর সাথে পরিচিত হতে শুরু করলো, তখন সে অপ্রত্যাশিতভাবে সামাজিক অন্ধকার এবং নানান অসঙ্গতির সাথে পরিচয় হতে থাকলো।

যাপিত জীবনে একদল মানুষ খাদ্যহীন, বস্ত্রহীন, গৃহহীন বেঁচে আছে! আরেক দল মানুষ রঙিন পোশাক জড়িয়ে, দামি গাড়ী হাঁকিয়ে নামি রেস্টুরেন্ট গিয়ে ফুর্তি করছে। তখন ঘৃণা আর অপরাধবোধে চোখে জল এলো তার। এ সময়ে নগ্ন আকাশের নিচে ব্যথিত দাঁড়িয়ে না থেকে বরং সে এসব অসহায় মানুষদের পাশে গিয়ে দাঁড়াবার প্রত্যয় ব্যক্ত করে।

এভাবে রোদের প্রাণান্তকর সংগ্রামের মধ্যে দিয়ে সে হয়ে উঠলো শিকার নোংরা রাজনীতির।

উল্লেখ্য ‘নরকে নক্ষত্র’ উপন্যাসটি হাসান রোকনের প্রথম উপন্যাস।

নবীন- প্রবীন লেখীয়োদের প্রতি আহ্বান: সাহিত্য সুহৃদ মানুষের কাছে ছড়া, কবিতা, গল্প, ছোট গল্প, রম্য রচনা সহ সাহিত্য নির্ভর আপনার যেকোন লেখা পৌঁছে দিতে আমাদেরকে ই-মেইল করুন [email protected]
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড