• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ৩৩ °সে
  • বেটা ভার্সন
sonargao

র ন্ জু খা ন-এর একগুচ্ছো অনুকবিতা

  র ন্ জু খা ন

০৬ জানুয়ারি ২০১৯, ১০:২৮
কবিতা
ছবি : প্রতীকী

শূন্যস্থান

শুনেছি কারো হৃদয় নাকি কখনোই শূন্য থাকে না পরিপূর্ণ থাকে তা ভালোবাসা অথবা ঘৃণায়। তুমি যে আমায় ভালোও বাসো না আবার মন্দও বাসো না তোমার হৃদয়ে তবে কী আছে জানতে মন চায়!

অসহ্য

তবুও আমি অভিশাপ দেবো না তোকে দু'চোখে আমার তুই যত-ই ঝরাস নোনাজল। তোকে যে মনেপ্রাণেই ভালবেসেছি পরী তোর কষ্ট কি আমার কভু সহ্য হবে? পোড়ামুখী! তুই- ই বল!

আগ্নেয়গিরি

তোমার জ্বলন্ত ঐ আগ্নেয়গিরির মুখে উত্তপ্ত লাভা ঢেলে দিতেই মুহূর্তেই নিভে একেবারে জল হয়ে গেলে তুমি। অথচ কিছুক্ষণ আগেও পুড়ে যাবার ভয়ে তোমার সামনে যেতেই সাহস পাইনি আমি।

এফিডেভিট

মেয়েটা যাতে কভু ছেড়ে যেতে না পারে ছেলেটা তাই করেছিল আদালতেই এফিডেভিট। আরে! মন কি আর কোনো চুক্তির শর্ত মানে? প্রলোভনে পড়ে তাই ফেলে গেলো তারে কোমল মনে দিয়ে এক মস্তবড়ো হিট!

নিশ্চয়তা

তুমি যে শুধু ভবিষ্যতই সুনিশ্চিত করতে চাও মেয়ে! তাহলে তুমি বরং টাকা দেখে বিয়েটাই করো। হৃদয় ভালবাসলে হয়তো থাকতে হতে পারে ছাদ না তলায়। বিয়ের পর সংসারে ভালোবাসা না থাকলেও অন্তত ঘর তো পাবে! মস্ত বড়!

নবীন- প্রবীন লেখীয়োদের প্রতি আহ্বান: সাহিত্য সুহৃদ মানুষের কাছে ছড়া, কবিতা, গল্প, ছোট গল্প, রম্য রচনা সহ সাহিত্য নির্ভর আপনার যেকোন লেখা পৌঁছে দিতে আমাদেরকে ই-মেইল করুন [email protected]
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড