• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ৩১ °সে
  • বেটা ভার্সন
sonargao

‘সৌরছড়া’ পাণ্ডুলিপি থেকে

সৈয়দ শরীফের তিনটি ছড়া

  সৈয়দ শরীফ

০৫ জানুয়ারি ২০১৯, ১০:৩৬
কবিতা
ছবি : প্রতীকী

আকাশ পুরো হাতের মুঠোয়

আমার সাথে বল যাবি কে ঘুরতে আকাশ? চল,আয়— দেখবো কারা ওই তারাদের সন্ধ্যা-রাতে জ্বলায়!

রকেট দিয়ে করবো সখের আকাশটাকেও ফুটো, মুঠোয় করে রাখবো ভরে চাঁদ যদি পাই দুটো।

মুঠোয় আবার চাঁদ রাখা যায়! বলবি বোধয় তা, না? ফল পেতে ওই হাত দুটিকে সাপের মতোন বানা।

সাপকে এখন লাভ বানিয়ে চাঁদ রেখে তায়, বল ঢুকলো আকাশ হাতের মুঠোয়? কেমন রে কৌশল?

আমার যদি থাকতো দু’টি ডানা

আমার যদি থাকতো দু’টি ডানা উড়তাম আমি দূরের মহাকাশে, সব অজানা হতোও তখন জানা— সূর্য, তারা, চাঁদ কীভাবে ভাসে!

আর কীভাবে জ্বলছে তারা, দেখে বলতাম এসে বন্ধুদেরও কাছে, জানতে ওরা পারতো আমার থেকে দূরাকাশে আর কী অমন আছে!

সত্যিই যদি থাকতো ডানা দু’টি ছুটতাম আমি সব গ্রহাণুর স্রোতে, গ্রহের সাথেও খেতাম লুটোপুটি ওই যে দূরের আকাশবাসী হতে।

শেষটা কোথায় আকাশবাবুর, কিবা রহস্য সব বের হতো খুব দ্রুত, এর পেছনেই রাত, ভোর এবং দিবা কাটতো। পেতাম শান্তির অনুভূতও।

মহাকাশ বিচরণ

যাচ্ছি মেঘের দেশ পেরিয়ে স্বচ্ছ-চাঁদের আকাশে, চাঁদ তো ভীষণ গোল-গ্রহ আর আমরা ভাবি বাঁকা সে!

চাঁদ পেরিয়ে এই এসেছি মঙ্গলেরও নিকটে, মন-আকাশে লালচে রঙের চিত্র ভেসে ঠিক ওঠে।

মেঘ, চাঁদ এবং লালগ্রহটার সব সীমানা পেরিয়ে, সূর্যমামার সৌরজগৎ- থেকেই এলাম বেরিয়ে

আহ কী দারুণ জ্বলছে তারা! এক দুটি নয়, অসংখ্য ওই তারাদের গুণতে গিয়ে ঘটছে শুধুই ধস-অংক।

নবীন- প্রবীন লেখীয়োদের প্রতি আহ্বান: সাহিত্য সুহৃদ মানুষের কাছে ছড়া, কবিতা, গল্প, ছোট গল্প, রম্য রচনা সহ সাহিত্য নির্ভর আপনার যেকোন লেখা পৌঁছে দিতে আমাদেরকে ই-মেইল করুন [email protected]
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড