• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

কবিতা : ভাবনার ভগ্নাংশ

  মানিক মোহাম্মদ রাজ্জাক

০১ জানুয়ারি ২০১৯, ২০:৪৩
কবিতা
ছবি : প্রতীকী

ইচ্ছে হলে হাতিভর্তা দিয়ে ভাত খাব। কলমি শাকের সাথে মাখাব রাতের অন্ধকার। পূর্ণিমার প্রান্ত ভেঙে নগ্ন নখাগ্রের শীর্ষে ওড়াব প্রেমের পাঠশালা। নামতার পুস্তিকা মুখস্থ করে এক এক্কে এক না বলে বলবো এক গুন এক সমান সমান তিন ছয় কিংবা নয়। পাঁচ পায়ে হেঁটে হেঁটে উড়ে যাব কৈবর্ত পর্বতে। সূর্যের জলের সাথে সন্ধি করে মেঘস্রোতে ভাসব সাম্পান। পথে পথে থেমে দিব্যকের পিতৃত্বের পায়জামা খুলে গালি ছুড়ে দিব চারিদিকে। মৃৎপাত্রের মৃত্তিকার তাপে পুড়ে পুড়ে হব ইন্দ্রের স্টিমার। গৌতম ঋষির পদচিহ্ন মুছে অহল্যার নির্জন শয্যায় হব সমর্পিত। গানের আসর ফেলে সমুদ্রের ঢিলেঢালা জলে ছুড়ে দিব জলচোখ। ইচ্ছে হলে কাঠ বাদামের খোসা দিয়ে বানাব বনেদি প্রাসাদের আবদ্ধ খিরকি। ঈশ্বরের ছায়াপথে ওড়াব ট্রাম্পের টাটকা হাসি। পাখিসব যদি করে কলরব তাদের তস্কর চোখে ছুড়ে দিব খাপছাড়া ধূলি। অতঃপর কোনোদিন যদি কর্ণফুলি এসে দাঁড়ায় সমুখে তার ভাঙা বুকে রেখে দিব এক টুকরো আগুনের নিভে যাওয়া গল্প।

নবীন- প্রবীন লেখীয়োদের প্রতি আহ্বান: সাহিত্য সুহৃদ মানুষের কাছে ছড়া, কবিতা, গল্প, ছোট গল্প, রম্য রচনা সহ সাহিত্য নির্ভর আপনার যেকোন লেখা পৌঁছে দিতে আমাদেরকে ই-মেইল করুন [email protected]
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড