• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

কবিতা : শব্দ মানবী

  নাজমুল হুদা

০১ জানুয়ারি ২০১৯, ১৫:০৬
কবিতা
ছবি : প্রতীকী

এখনও কোনো দৃশ্যমান নেত্রীর আর্বিভাব ঘটেনি; তবুও পুষ্টিকর কল্পনার জোড়ে আমি শাসন, শোষণ, অভিমান কল্পনা করি!

মিষ্টি দুপুরে, রোদে শুকানো ধানের উপর আমি- রক্তরাঙা তুলোর মতো পায়ের আনাগোনার শব্দ শুনি কোনোদিন মাংসের ঘ্রাণ, সশরীরে শুকি নাই আমি- কল্পনার তুলি বাস্তবিক মাংসের ঘ্রাণকেও হার মানায়

হঠাৎ মেঘের অন্ধকারে বাড়ির ফেরার তাড়ায় আমি কোনো বিষণ্ণ ফুলকে সান্ত্বনার কবিতা শুনিয়ে; মাথাটুকু কাঁধে রেখে, ফেরার পথে বলিনি - ধ্যাত, ভয় কিসের এই তো আমি। ঘর সাজানো, আলনার পাশে এলোকেশী তোমাকে আমি- ক্লান্তিকর অবস্থান থেকে বর্ষিত সুখে এনে চোখের পলকে টেনে, বুকে রেখে বলিনি - এই নাও, জিরিয়ে নাও বরফমাখা আমি।

যখন সুষ্ঠ ভোটের সংলাপ, সব মিডিয়াতে সয়লাব কফির সুরেলা চুমুকে সরাসরি লক্ষ্যভ্রষ্ট আমি ভাবনার তাপে, কিঞ্চিত ভালো লাগা সিরিয়ালে লক্ষ্য করছি রিমোট হাতে লক্ষ্যভেদী তুমি

এসব নিয়ে হয়নি তো কোনোদিন বাস্তবতার দৃশ্যপটে আমাদের রিমোটের জলকেলি।

ব্যথা পেয়েও, না পারার অভিমানে বলিনি তোমাকে- - এই যে, এই যে ধরলাম আর হবে না. হেঁয়ালিতে তুমিও, দূরে ঠেলে বলনি আমাকে- - আরে পাগল, দিচ্ছি দিচ্ছি আরেকটু।

উপরিস্থ শব্দচিত্রে, দুষ্টুমিষ্টি খুনসুটিতে আজো তুমি। কল্পিত তুলিতে, কম্পিত শব্দে এ কবির শব্দ মানবী।

নবীন- প্রবীন লেখীয়োদের প্রতি আহ্বান: সাহিত্য সুহৃদ মানুষের কাছে ছড়া, কবিতা, গল্প, ছোট গল্প, রম্য রচনা সহ সাহিত্য নির্ভর আপনার যেকোন লেখা পৌঁছে দিতে আমাদেরকে ই-মেইল করুন [email protected]
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড