• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ৩৬ °সে
  • বেটা ভার্সন
sonargao

আজকের কবিতা

নীরেন্দ্রনাথ চক্রবর্তীর ‘স্বর্গের পুতুল’

  নীরেন্দ্রনাথ চক্রবর্তী

০১ জানুয়ারি ২০১৯, ১৩:১৫
কবিতা
ছবি : প্রতীকী

কে কতটা নত হব, যেন সব স্থির করা আছে।

যেন প্রত্যেকেই তার উদ্বৃত্ত ভূমিকা অনুযায়ী উজ্জ্বল আলোর নীচে নত হয়। সম্রাট, সৈনিক, বেশ্যা, জাদুকর, শিল্পী ও কেরানি, কবি, অধ্যাপক, কিংবা মাংসের দোকানে যাকে নির্বিকার মুখে মৃত ছাগলের চামড়া ছাড়াতে দেখেছি, এবং গর্দানে-রাংয়ে যে তখন মগ্ন হয়ে ছিল, তারা প্রত্যেকেই আসে উজ্জ্বল আলোর নীচে একবার। কপালে স্বেদের বিন্দু, সানন্দ সুঠাম ঘুরে গিয়ে তারা প্রত্যেকেই নত হয়।

কেউ বেশি, কেউ কম, কিন্তু প্রত্যেকেই নত হবে উজ্জ্বল আলোর নীচে একবার। না-কেনা না-বেচা পণ্য, স্বর্গের তটিনী সারাদিন জ্বলে; এবং সৈনিক, বেশ্যা, কলাবিৎ, ভাড়াটিয়া গুণ্ডা, কারিগর একবার সেখানে যায়, যে-যার ভূমিকা অনুযায়ী নত হয়; স্বর্গ থেকে প্রলম্বিত আলোর সলিলে মুখ প্রেক্ষালন করে নেয়।

ঘরের বাহিরে জ্বলে দৈব জলধারা; দ্যাখো আলো জ্বলে, দ্যাখো আলোর তরঙ্গ জ্বলে, আলো– সকালে দুপুরে সারাদিন। স্বর্গের তটিনী জ্বলে, আলো জ্বলে, আলো, যেখানে দাঁড়াও।

কে বড়বাজারে যাবে, দু’ গজ মার্কিন এনে দিয়ো; কে যাও পারস্যে, এনো সুন্দর গালিচা; কে যাও তটিনীতীরে স্বর্গের পুতুল, কিছুই এনো না, তুমি যাও।

নবীন- প্রবীন লেখীয়োদের প্রতি আহ্বান: সাহিত্য সুহৃদ মানুষের কাছে ছড়া, কবিতা, গল্প, ছোট গল্প, রম্য রচনা সহ সাহিত্য নির্ভর আপনার যেকোন লেখা পৌঁছে দিতে আমাদেরকে ই-মেইল করুন [email protected]
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড