• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

আজকের কবিতা

দেলোয়ার হোসেন মঞ্জু’র ‘ক্যান্সার আক্রান্ত কবিতা’

  দেলোয়ার হোসেন মঞ্জু

৩১ ডিসেম্বর ২০১৮, ০৯:২৭
কবিতা
ছবি : প্রতীকী

১ তোমার জন্য মালা গাঁথছি বলে রাগ করছ কেন প্রিয় দক্ষিণ, আমার পূর্বপুরুষ তো জুতা সেলাই করত আমি শুধু পুষ্প সেলাই করছি

২ এখনো ব্রিজ কালভার্ট কিছুই বসাই নি চোখ পিছলে পড়ে যেতে পারো কেউ আমার ফাটা মুখের দিকে ভুলেও তাকিয়ো না

৩ আজ নগর-বার্মিংহামে রোদ উঠেছে আমি বলছি না—আজ প্রিয়জনের রক্তে রোদ লাগবে ধীরে তা দুধ হয়ে যাবে… বরং কোথাও না কোথাও যেতে ইচ্ছে হচ্ছে যাচ্ছি যাচ্ছি যাচ্ছি একা একা যাচ্ছি আমার জানাজায়

৪ আমায় ক্ষমা করো দক্ষিণ আমার ক্যান্সার-আক্রান্ত অকবিতাগুলো ভাসিয়ে দিচ্ছি কালিগঙ্গায় কবি দেলোয়ার হোসেন সম্পাদিত কবিতাপত্রে… দেবীদক্ষিণ তুমি কি একবারও পাঠ করবে না চূড়ান্ত মৃত্যুর আগে দিয়ে যাবে না কবিতার কেমোথেরাপি

৫ দাঁড়িয়ে থাকতে থাকতে আর ভালো লাগছে না গড়িয়ে পড়তে ইচ্ছে হচ্ছে কয়েক হাজার ফুট উচ্চতায় দাঁড়িয়েছি চূড়ান্ত চূড়ায়… দেবী দক্ষিণ, তুমি কি করুণা করে একটু ধাক্কা দেবে চোখের ধাক্কা

৬ আজ শ্রাবণের শেষ দিন বন্ধুবর মঞ্জু মানোহিনের বাগানে কদম ফুটেছে… আমার চারদিকে ছোট ছোট টিলাভূমি একটাও পাহাড় নেই …আর তুমি তো জানোই দক্ষিণ পর্বত থেকে লাফিয়ে আত্মহননের আনন্দই আলাদা

৭ ঘুমোতে চাচ্ছিলাম। কোথাও চোখ জোড়া খুঁজে পাচ্ছি না। সম্ভবত তোমার পায়ের পাশেই ফেলে এসেছি দরজা খোলা রেখেছি। তুমি কি একবার অনুগ্রহ করে আসবে! চোখ জোড়া ফেরত দিয়ে সন্তর্পণে ঢেলে যাবে মরফিন অন্ধকার আমার শতবর্ষের ঘুম…

৮ পাখিটা কানের পাশ দিয়ে ফুড়ুত করে যাওয়া আসা করে দোয়েল পাখিটা ধরতে পারি নি মৃত্যু, তোমায় ধরে ফেলেছি

৯ সিংহ শিকার না করেও প্রতিটা মানুষ এক একটা শিকারি মানুষ এক অনবদ্য মৃত্যুশিকারি…

১০ ঘুমিয়ে পড়ব বলে তোমার বুকে কবর খুঁড়েছি, সিন্দুকি কবর দেবীদক্ষিণ, এত রাগ করছ কেন তুমি কি জানতে না—আমার পূর্বপুরুষ কোনো জমিদার ছিল না গোরখোদক ছিল গোরখোদক।

নবীন- প্রবীন লেখীয়োদের প্রতি আহ্বান: সাহিত্য সুহৃদ মানুষের কাছে ছড়া, কবিতা, গল্প, ছোট গল্প, রম্য রচনা সহ সাহিত্য নির্ভর আপনার যেকোন লেখা পৌঁছে দিতে আমাদেরকে ই-মেইল করুন [email protected]
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড