• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১  |   ৩১ °সে
  • বেটা ভার্সন
sonargao

কবিতা : সমর্থিত প্রেম, স্বৈরাচারী প্রেমিকা

  নাজমুল হুদা

২৫ ডিসেম্বর ২০১৮, ১৬:৪১
কবিতা
ছবি : প্রতীকী

প্রথমার্ধে..

তোমার সীমান্তে, সূর্য টিপের প্রেমে পড়েছিলাম তোমার সীমান্তে, গণ হাসির প্রেমে পড়েছিলাম তোমার সীমান্তে, গণ চাহনির প্রেমে পড়েছিলাম তারপর,সহস্র অনুভূতির গণজরিপে হয়ে উঠে ছিলে গণ সমর্থিত প্রেমিকের প্রেমিকা ।

দ্বিতীয়ার্ধে..

স্পর্শকাতর স্পর্শে তুলে দিয়েছি প্রথম যৌবনের প্রেম-সংবর্ধনার,প্রেমাক্রান্ত ফুল নিঃশ্বাসের দ্বিপাক্ষিক চুক্তিতে বসেছি যখনেই বায়ুবীয় ভঙ্গিতে ছেড়েছি গালের বাঁকা হাসি এভাবে প্রতিদিন ভালোবাসায় দগ্ধ,ভারাক্রান্ত দিয়েছি অগণিত হাসি দিয়েছি গণ সমর্থিত প্রেম, বলেছি অজস্রবার ভালোবাসি.. ভালোবাসি

আজ উন্মুক্ত প্রেমের মঞ্চে সেই তুমি স্বপ্নের কারুখচিত প্রেমিকের কাব্য সংশয়ী প্রেমিকা।

শেষার্ধে..

শুনো, এক গণ সমর্থিত প্রেমিকের ক্ষত বিক্ষত ইশতেহার;

যদি কোনোদিন আমাদের তৃণমূলের অনুভূতিরা তোমার অবহেলা কবলিত, বিপদাপন্ন প্রেম হয়; যদি মেঘাচ্ছন্ন মুখের অবহেলাতে বহুল আলোচিত হাসিমুখটি মুখ-থোবড়ে পড়ে যদি কারো অসভ্য অবহেলাতে মননশীল,বিশ্বস্ত স্বপ্নরা আহত হয়ে ফিরে আসে

কথা দিলাম আমিও পাষাণী সুচির উপহারগুলোর মতো কেড়ে নিবো একেএকে যথাক্রমে- ভালোবেসে ডাকা তোমাকে ,প্রেমের শত শত ডাকনাম;

তুমি আত্মমগ্ন , স্বৈরাচারী, ঋতুতান্ত্রিক প্রেমিকা হলে; আমি কেনো হবো? কেনো,কুঁড়াবো বিতর্কিত প্রেমিকের নামে দুর্নাম!

কসম দিলাম আমিও কেড়ে নিবো বিশ্ব সমর্থিত প্রেমিকের মতো ভালোবেসে ডাকা তোমাকে ,প্রেমের শত শত ডাকনাম ভালোবেসে ডাকা তোমাকে, প্রেমের শত শত ডাকনাম।

নবীন- প্রবীন লেখীয়োদের প্রতি আহ্বান: সাহিত্য সুহৃদ মানুষের কাছে ছড়া, কবিতা, গল্প, ছোট গল্প, রম্য রচনা সহ সাহিত্য নির্ভর আপনার যেকোন লেখা পৌঁছে দিতে আমাদেরকে ই-মেইল করুন [email protected]
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড