• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

কবিতা : প্রিয় সুকান্ত

  মোফাজ্জল হোসেন

২৪ ডিসেম্বর ২০১৮, ১২:৪১
কবিতা
ছবি : প্রতীকী

প্রিয় সুকান্ত, তোমার বয়সীদের নেই আঠারোর চেতনা, বিদ্রোহের জাগরূকতা নেই এ সময়ের তারুণ্যের মাঝে, এ সময়ে আর প্রতিবাদী কবি জন্মে না। এখানে বিপ্লবের কানাঘুষাও নেই- চেতনায়, কলমের কালিতে, নাটকের সংলাপে।

এখানে নতুন প্রযুক্তিবিদ জন্মে; প্রতিবাদী আত্মা জন্মে না, জান সুকান্ত, তোমার মত কেউ লিখে না- ধরে নাও কারো সাহসই নেই, সমাজ, রাষ্ট্র নারাজ এসব বিদ্রোহ শিরের প্রতি।

জান সুকান্ত, বিদ্রোহ ছাড়া পরিবর্তন প্রায় অসম্ভব - এ প্রজন্ম তা ভুলতে বসেছে।

এখানে যুগ যুগ ধরে জন্মে আসছে তেলবাজ- অফিস কিংবা আদালতে; রাজনীতির মঞ্চ কিংবা চায়ের দোকানে, এখানে জি হুজুর বলা লোকের অভাব নেই, কারণে- অকারণে খুশীর জোজে মাতে, এখানে প্রজাস্বত্ব নেই, সেই কবেই এর বিলীন হয়েছে।

এখানে নিরাপত্তা নেই তের বছরের শিশুর- ষাটোর্ধ বৃদ্ধের; কিংবা পঁচিশ থেকে তিরিশের যুবকের। এখানে নিরাপদ ঐ আমলা, রাষ্ট্রের বড় কর্তা, কিংবা রাজনীতির বড় নেতা।

সুকান্ত, তুমি বেঁচে থাকলে কত কিছু লিখে যেতে- আরও একশ বিদ্রোহের কবিতা; হয়তবা পল্টনে হত তোমার সমাবেশ, অথবা প্রেসক্লাবে বসত তোমার কবিতার আগুনঝড়া আবৃত্তির আসর, টিএসসি’র চত্ত্বর ভরে যেত তোমার ডাকে, নীলক্ষেতে চলত প্রেস রিলিজ তোমার নতুন কবিতা মঞ্জুরির।

প্রিয় সুকান্ত, বাংলা একাডেমি থেকে সোহরাওয়ার্দী উদ্যান- চলত তোমার জয়গান, স্লোগানে প্রকম্পিত হত রাজপথ, রাষ্ট্র স্বয়ং দেখত চেয়ে বিদ্রোহের গণমিছিল; জনঅধিকারের, স্বাধিকারের, সুন্দর জীবনের।

নবীন- প্রবীন লেখীয়োদের প্রতি আহ্বান: সাহিত্য সুহৃদ মানুষের কাছে ছড়া, কবিতা, গল্প, ছোট গল্প, রম্য রচনা সহ সাহিত্য নির্ভর আপনার যেকোন লেখা পৌঁছে দিতে আমাদেরকে ই-মেইল করুন [email protected]
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড