• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

কবিতা : এ কোন পৃথিবী

  তারিক সুজাত

১৭ ডিসেম্বর ২০১৮, ১২:৫৭
কবিতা
ছবি : প্রতীকী

প্যারিসের আকাশ খুলে যায় মিউনিখের গোধূলিতে ইস্তামবুলের সকাল কিম্বা ঢাকার দুপুর একই আলোয় স্নান সেরে নেয়!

আজ সারাদিন কোথায়ও কোনো বিস্ফোরণ নেই মৃত্যুর সংবাদও জানায়নি কোনো সংবাদ সংস্থা আবহাওয়ার পূর্বাভাসে বলা ছিলো ঝকঝকে তলোয়ারের মতো মেঘমুক্ত একটি দিন রণক্ষেত্র থেকে তীর্থস্থান সর্বত্রই শান্তির শীতল হাওয়া দেবে। ধাবমান ট্রাক, ধারালো কুড়াল, জ্যাকেটবোমা শরীরে বেঁধে কে তুমি অচেনা আত্মঘাতী সিরিয়ার সরাইখানা আর আটলান্টার বারে নিরুত্তর রাত্রির আড়ালে অন্ধ এক ক্রোধে ওৎ পেতে আছো? এ কোন পৃথিবী ঘনঘোর সেলফি জমানা একই আকাশ শুধু খণ্ড খণ্ড ভূখণ্ডে ততোধিক খণ্ডিত আদর্শ

দুলে ওঠে সহস্র বছর পিরামিড, পার্থানন, কলোসিয়াম, অশোকস্তম্ভ সর্বত্রই ভিড়ের ভেতর মিশে যাচ্ছে ভয়– আড়ষ্ঠ আগামী শতাব্দীর প্রত্যুষে মৃত্যুর ছায়ায় আরেকটি মহাযুদ্ধের দিকে হেঁটে যাচ্ছে কী আমাদের ভবিষ্যৎ?

প্রাচীরবেষ্টিত নগরীর দ্বারপ্রান্তে অস্ত্র হাতে যে ছিলো প্রহরী তাকে তবু চেনা যেত এ কোন পৃথিবী বিশ্বায়ন বিপণনে বাকপটু হতে হতে কে যে মিত্র, কে যে শত্রু নিজেই আজ নিজেকে চেনে না। নার্সিসাস দেখে লজ্জা পেতেন আত্মপ্রেমে বুদ এই সেলফি জমানা!

নবীন- প্রবীন লেখীয়োদের প্রতি আহ্বান: সাহিত্য সুহৃদ মানুষের কাছে ছড়া, কবিতা, গল্প, ছোট গল্প, রম্য রচনা সহ সাহিত্য নির্ভর আপনার যেকোন লেখা পৌঁছে দিতে আমাদেরকে ই-মেইল করুন [email protected]
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড