• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১  |   ৩৫ °সে
  • বেটা ভার্সন
sonargao

আজকের কবিতা

আবুল হাসানের ‘নচিকেতা’

  অধিকার ডেস্ক    ১৫ ডিসেম্বর ২০১৮, ০৯:৩২

ছবি
ছবি : প্রতীকী

মারী ও বন্যায় যার মৃত্যু হয় হোক। আমি মরি নাই—শোনো লেবুর কুঞ্জের শস্যে সংগৃহীত লেবুর আত্মার জিভে জিভ রেখে শিশু যে আস্বাদ আর নারী যে গভীর স্বাদ সংগোপন শিহরনে পায়—আমি তাই।

নতুন ধানের ঋতু বদলের পালা শেষে শস্যিতা রৌদ্রের পাশে কিশোরীরা যে পার্বণে আজও হয় পবিত্র কুমারী—শোনো, আমি তাতে আছি!

আর সব যুদ্ধের মৃত্যুর মুখে হঠাৎ হাসির মতো ফুটে ওঠা পদ্মহাঁস সে আমার গোপন আরাধ্য অভিলাষ!

বহ্নিরচনার দ্বারা বৃক্ষে হয় ফুল; ফুলে প্রকাশিকা মধুর মৃন্ময় অবদান শোনো,

ঝর্নার যে পাহাড়ি বঙ্কিম ছন্দ কবির শ্লোকের মতো স্বচ্ছ সুধাস্রোত স্পেনের পর্বতপ্রস্তরপথে টগবগে রৌদ্রের যে সুগন্ধি কেশরকাঁপা কর্ডোভার পথে বেদুইন! লোর্কার বিষণ্ন জন্ম, মৃত্যু দিয়ে ভরা চাঁদ, শুধু সবিতার শান্তি—আমি তাই!

হারানো পারের ঘাটে জেলেডিঙি, জাল-তোলা কুঁচো মাছে কাঁচালি সৌরভ—শোনো সেখানে সংগুপ্ত এক নদীর নির্মল ব্রিজে বিশুদ্ধির বিরল উত্থানের মধ্যে আমি আছি

এ বাংলায় বারবার হাঁসের নরম পায়ে খঞ্জনার লোহার ক্ষরায় বন্যার খুরের ধারে কেটে ফেলা মৃত্তিকার মলিন কাগজ

মাঝে মাঝে গলিত শুয়োরগন্ধ, ইঁদুরের বালখিল্য ভাড়াটে উৎপাত অসুস্থতা, অসুস্থতা আর ক্ষত সারাদেশ জুড়ে হাহাকার

ধান বুনলে ধান হয় না, বীজ থেকে পুনরায় পল্লবিত হয় না পারুল তবু রয়েছি আজও আমি আছি, শেষ অঙ্কে প্রবাহিত শোনো তবে আমার বিনাশ নেইযুগে যুগে প্রেমিকের চোখের কস্তুরীদৃষ্টি, প্রেমিকার নত মুখে মধুর যন্ত্রণা,

আমি মরি না, মরি না কেউ কোনোদিন কোনো অস্ত্রে আমার আত্মাকে দীর্ণ করতে পারবে না।

নবীন- প্রবীন লেখীয়োদের প্রতি আহ্বান: সাহিত্য সুহৃদ মানুষের কাছে ছড়া, কবিতা, গল্প, ছোট গল্প, রম্য রচনা সহ সাহিত্য নির্ভর আপনার যেকোন লেখা পৌঁছে দিতে আমাদেরকে ই-মেইল করুন [email protected]
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড