• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

আজকের কবিতা

আবুল হাসানের ‘নর্তকী ও মুদ্রাসঙ্কট’

  আবুল হাসান

১৩ ডিসেম্বর ২০১৮, ০৮:২৪
কবিতা
ছবি : প্রতীকী

তুমি যখন নৃত্য করো মুদ্রাগুলি কাঁপে তোমার হাতের মধ্যে তো নয় যেনবা কিংখাবে, তলোয়ারের মতন তুমি তোমার দু’হাত তোলো, চোখের নিচের নগ্নতাকে ছন্দ পেয়ে ভোলো।

আমি তখন আমার পোড়া দেশের পাপে মরি। নিজের কাছে নিজের দেহ তীব্র তুলে ধরি। তুমি তো নও আম্রপালী, বর্তমানের নারী তোমার লাগে লিনোলিয়াম সিফনঘেরা শাড়ি তোমার লাগে সাত প্রেমিকের সুলভ করতালি, বাগান তুমি, যুবারা যেন তোমার কেনা মালি।

হাজার ফুলের মধ্যে দুটি ফুলের অনুতাপে মর্মাহত মালিরা তবু তোমার বুকে কাঁপে।

কিন্তু বুকের কাছে কি আর সেই ফুলেরা আছে দেবদাসীরা যখন পূজায় পুরোহিতের কাছে রাখত জমা যাতনা আর জরার অভিমান পায়ের কাছে লুটিয়ে পড়ে বলত, হে সম্মান আমাকে দাও শস্যকণা আমাকে দাও তীর প্রাণের পাশে পরমায়ুর ঝর্না সুনিবিড়।

এখন শুধু হাতের কাঁপন, দিনযাপনের গ্লানি মুদ্রা তুলে জাগাও তুমি অতনু একখানি অনাশ্রয়ের অনিদ্রা আর অভিমানের গান: যেখানে ভালোবাসারও নেই সুযোগ্য সম্মান।

নবীন- প্রবীন লেখীয়োদের প্রতি আহ্বান: সাহিত্য সুহৃদ মানুষের কাছে ছড়া, কবিতা, গল্প, ছোট গল্প, রম্য রচনা সহ সাহিত্য নির্ভর আপনার যেকোন লেখা পৌঁছে দিতে আমাদেরকে ই-মেইল করুন [email protected]
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড