• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

কবিতা : উপমা

  জাহিদ সালেক তুষার

০৯ ডিসেম্বর ২০১৮, ২০:৩৩
কবিতা
ছবি : প্রতীকী

দিতে চাই না তোমায় কোন উপমা ভাবতে চাই না,তোমায় স্বপ্ন মাধুরী কিংবা মায়াপরি শুধু হৃদয় সংবিধানে লিখতে চাই, তুমি কল্পিত ফেরারি।

বলতে চাই না তুমি বিধাতার অপরূপ সৃষ্টি কিংবা বিশ্বের সেরা সুন্দরী শুধু বলতে চাই তুমিই কি আমার কবিতার মাঝে-কল্পিত সেই পাহাড়ি?

ভাববো না তোমার বাঁকা ঠোঁটের মন মাতানো হাসি কিংবা বলবো না, তোমার হাসিতে ঝরে পড়ে অগণিত তারার রাশি.... শুধু বলতে চাই, তুমিই আমার কল্পনায় ভেসে বেড়ানো স্বপ্ন প্রেয়সী।

লিখতে পারবো না তোমায় নিয়ে সাহিত্য কিংবা মহাকাব্য কিংবা রক্তে লেপ্টানো রঞ্জিত চিঠি ..... শুধু বলতে চাই তুমি সেই যার জন্য হতে পারি আমি ভালবাসায় আসক্ত কবি।

তুমি ভাল,তুমি খারাপ তুমি অহংকারী কিংবা অভিমানী.... কিন্তু হে মহীয়সী যাইই হও না কেনো, তোমার তুলনায় শুধু ই তুমি।

তুমি চাঁদ কিংবা সূর্য তুমি সুখতারা কিংবা সন্ধ্যা তারা তুমি তন্দ্রা নাহয় নিশি, তুমি কান্না তুমিই হাসি তুমি যাই হওনা কেনো, তোমার তুলনায় শুধুই তুমি।

তুমি রংধনুর সাতরং তুমি সূর্যাস্তের গোধূলি লগন, তুমি চেনা সূর,অচেনা বিনা তুমি নূর,তুমি হুর তুমি যাই ই হওনা কেন, তোমার তুলনায় শুধুই তুমি।

তুমি বিস্তীর্ণ সবুজের প্রান্তর তুমি কুয়াশায় ঢাকা চাদর তুমি হাতের রাঙা চুড়ি তুমি মনের আকাশের ঘুড়ি তুমি যাই ই হওনা কেনো, তোমার তুলনায় শুধুই তুমি

তুমি আমার মনের ছায়া, তোমায় ভেবেই কেটে যাবে সারাটি বেলা, তুমি আমার প্রভাত ফেরি, তুমি আমার রক্ত নদী তুমি যাই ই হওনা কেনো, জেনে রেখো প্রিয়া তোমার জন্যই এই আমি।

নবীন- প্রবীন লেখীয়োদের প্রতি আহ্বান: সাহিত্য সুহৃদ মানুষের কাছে ছড়া, কবিতা, গল্প, ছোট গল্প, রম্য রচনা সহ সাহিত্য নির্ভর আপনার যেকোন লেখা পৌঁছে দিতে আমাদেরকে ই-মেইল করুন [email protected]
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড