• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

অনুবাদ কবিতা

ওয়াল্টার ডি লা মেয়ারের ‘বোকা বাজায় ঘণ্টি’

  অনুবাদক : কামাল রহমান

০৮ ডিসেম্বর ২০১৮, ১৪:৪১
কবিতা
ছবি : প্রতীকী

এসো, মৃত্যু, কী কথা আছে তোমার সঙ্গে আমার; এবং তুমি, বোকা এক অসহায়; এবং ভালোবাসো- ডানাভাঙা এক বালককে; এবং দেখাও করুণা: বোকা মানুষটা এখন গান গাইবে তোমার সামনে, যেমন গেয়ে থাকে বোকারা, সচরাচর।

ওহো, সংগীতেরও আছে সামান্য অনুভূতি কিছু, এবং এইমাত্র বলা এক গৎ, এবং এরিমধ্যে বুড়িয়ে গেছে পৃথিবী, এবং দুর্বল বোধন আমার হয়ে উঠেছে ঘন-সংঘবদ্ধ; তবু কিছু গোপন আছে আমারও- অন্ধকার, প্রিয় আমার, তোমাদের সবার নিঃশ্বাসের জন্য, কাছে আসো এবং দেখো নিদেনপক্ষে কিছু করালদর্শন শ্রোতা বলে আমি বাজাবো আমার ঘণ্টিগুলো।

ওরা সবাই যুদ্ধে! হ্যাঁ, হ্যাঁ, ওদের শরীর রয়ে যায় জ্বলন্ত সূর্য ও বরফশীতল তারাদের নীচে পাগল-করা শোকের সংগীত বৃষ্টি ও রক্ত মেশা কাদার ভেতর দিয়ে শীতল কামান টেনে নেয়া; চোখে তীব্র দীপ্তি ছড়ায় নতুন চাঁদ বিস্তারিত উন্মাদনা নিয়ে!

চুপ!… ব্যবহার করি আমি শব্দ অর্থ যেগুলোর খুব সামান্যই বুঝি আমি; এবং নিঃশব্দ পাখিরা ভালোবাসার দিকে অপলক তাকিয়ে থাকে! পাতা ও ফুলের ছায়ার আড়াল হতে বেরিয়ে, কাঁপে অ-বিমৃশ্যকারিতায় যা এমনকি মধ্যদিনেও দুঃখকাতর সাবধান, সাবধান এজন্য নয় যে যা বলেছি আমি মানুষের উন্মত্ত আতিথ্যে আমার চেয়েও বোকা, বিদ্বেষে, ঘৃণ্য হতাশায়, যে হত্যা করে, এবং মরে যায় যে- খুব সাদামাটা-ভাবে বলিনি আমি এসব, তাহলে? তবুও ফিসফিস করে করুণা, ‘কেন?’

তোমার বোকা বিষয়, সমাধির দিকে ধাবিত তোমার, শিশুদের জানার মতো কোনো কিছু নয় আমার বিষয়টা এবং মৃত্যুর- কোনো কান ছিল না। সে চুমুক দিয়েছে যেখানে ভয় শিরশির চোখবিহীন কীটেরা নিদ্রায় নিশ্চুপ; তবুও, হাসে সে যখন, হাত প্রসারিত করে ওর দাঁতাল চোয়ালের এক পাশ হতে অন্য পাশে বিবর্ণ পাতলা হাড়গুলো মড়মড় করে, এবং… সেখানে, সেখানে; শোনো কেমন করে আমার ঘণ্টিগুলো বাতাসের পরিসেবা হটিয়ে দেয় দূরে!…

নাহ, একটা স্বপ্ন কিন্তু ছিল আমারও এই এক পৃথিবী পাগলের মাঝে। আমার মতো এত সাধারণ আর একটা সুখী পাগলও কি নেই যে আমি পাগল এক শূন্য দৃশ্যের মতো জলাভূমি ও উইলো গাছের ভেতর যেখানে বয়ে যায় উদাস বাতাস কিন্তু ঐ জঘন্য শয়তান-পাগল যে পচে যায় ওর নিজের মস্তিষ্কে, এবং গণনা করে মৃতদের, এক সজ্জন নয়- এবং দুই- অথচ ঐ দৈত্যগুলোর জন্য ওরা ছিল, সাহসী, বিশ্বস্ত, সত্য, যখন, বাতাসের দিকে মুখ ফিরিয়ে, পৃথিবীর প্রিয় সবুজ ও নীল স্বর্গ ওরা ভাগ করে নিয়েছিল সুন্দরের সঙ্গে যারা ওখানে ওদের আদেশ দিয়েছিল…

ওখানে, এখন! সে যায়- পুরনো হাড়গোড়; ওকে ক্লান্ত করেছি আমি। ওহে, এবং আলো কমে যায়, এবং ক্লান্ত, নির্দোষ স্বপ্নের ঘোরে এখন হতে… আসো, ভালোবাসো, বালক আমার, ঝিমনো ঐ মাথা দুলিয়ে এখন সময়, তোমার প্রার্থনা বলা হয়েছে।

নবীন- প্রবীন লেখীয়োদের প্রতি আহ্বান: সাহিত্য সুহৃদ মানুষের কাছে ছড়া, কবিতা, গল্প, ছোট গল্প, রম্য রচনা সহ সাহিত্য নির্ভর আপনার যেকোন লেখা পৌঁছে দিতে আমাদেরকে ই-মেইল করুন [email protected]
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড