• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১  |   ৩৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

কবিতা : বিষাদে সম্পাদিত এই গ্রহ

  সিকদার আমিনুল হক

২২ নভেম্বর ২০১৮, ১৯:৫৬
কবিতা
ছবি : প্রতীকী

তোমার চায়ের কাপে রয়েছে আমার ভাবনা, যখন আমি টেবিলের এ-পাশে। তোমার দাঁতে ফলের খোসার লাল টুকরো। কিছুক্ষণ পরে চুমু খেলে যার মালিক হবো আমি; আর সারা রাত্রি স্মরণ করবো তোমার ঘন দমবন্ধ করা তিরস্কারের নিশ্বাস।

তুমি কী ভাবছো আমি জানি। এক নতুন অশান্তির কথা। আরেকটি নতুন প্রেম, আরেকজন পুরুষের ঘন কালো চুল, আলুথালু আদর, অন্য ধরনের আলিঙ্গন এবং সবশেষে অনির্বচনীয় অধৈর্য উত্তেজনা!

তারপর সেই-ই বিতৃষ্ণা, সেই ক্রোধ, পার্কে বসে নখর-শাসানো তর্ক। তৃষ্ণা মিটবার আগেই যথারীতি প্রেমের মৃত্যু হয়। আগে পুরুষের এবং চিরকাল আলিঙ্গন শেষ হওয়ার সাথে সাথেই নারীর। অবিশ্বাস্য, তবু মৃত্যু হয় বন্ধুত্বের এবং স্মৃতিরও।

চামচ দিয়ে তুমি অদৃশ্য দাগ কাটছো টেবিলে; দেখতে পাচ্ছো পর পর এই ছবি। জীবনের। প্রেমের চিরকালের খাটুনির আগে মেয়েরা যেভাবে ভাবে, তার অতিরিক্ত তোমার এক কণাও বেশি মেধা আছে বলে আমি বিশ্বাস করি না।

আমি শুধু অপেক্ষা করি। রেস্তোরাঁর বাইরে চাঁদের জন্যে রাতের পরিচারিকার বা নার্সের অপেক্ষার মতো। প্রসূতির প্রথম সন্তানের মুখে প্রথম চুম্বন খাওয়ার মতো।

(বাছাই করা অংশ)

নবীন- প্রবীন লেখীয়োদের প্রতি আহ্বান: সাহিত্য সুহৃদ মানুষের কাছে ছড়া, কবিতা, গল্প, ছোট গল্প, রম্য রচনা সহ সাহিত্য নির্ভর আপনার যেকোন লেখা পৌঁছে দিতে আমাদেরকে ই-মেইল করুন [email protected]
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড