• বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

কবিতা : শাপানিবার্য

  জগলুল আহমেদ

২২ নভেম্বর ২০১৮, ১৭:২৬
কবিতা
ছবি : প্রতীকী

তোমার জ্বলজ্বল চোখের আঁধারে ছেয়ে থাকে আমার বিষাদের কালো অক্ষর। শুধু একটু ছুঁয়ে দেখব বলে পাড়ি দিয়ে ফেলি পঞ্চবারিধি অতলান্ত, অবশেষে দাঁড়াই দু’জন মুখোমুখি। ছোঁয়া হয় না অথচ, তোমার কাচে মোড়ানো শরীর।

নাকে লেগে থাকে– তোমার খোলা চুলের সামুদ্রিক ঘ্রাণ, চোখে নীলচে সাধ, তালুতে তোমার প্রেম আর ঠোঁটে স্মিত হাসির রণন।

আর আমার শড়কিতে গেঁথে থাকে প্রেম আর আক্ষেপে পোড়ে সময়, এবং তার সমান্তরালে যাপিত জীবনের ইতিবৃত্ত। চৌরাস্তার দূষিত মোড়ে দাঁড়িয়ে ভিজে যাচ্ছি আমি সেই এক বৃষ্টিতে, ৭ই সেপ্টেম্বর থেকে, দাঁড়িয়ে... যাবতীয় নাগরিক কোলাহল ছাপিয়ে। ঠোঁটে লেগে থাকে তোমার সেই স্পর্শ আমি পাই নি যা কোন দিন। অথচ সেই না পাওয়া স্পর্শই আমায় তাড়া করে ফেরে দিনমান।

আমার সমস্ত সত্তা জুড়ে নেমে আসে প্রেক্ষাগৃহের নিকষ অন্ধকার– সেই আঁধারে গলা ডুবিয়ে দেখতে থাকি আমি, আমার জীবনের গল্প। সেলুলয়েডের ফিতায় সাঁটা সেই একঘেয়ে গল্প, নাম যার নেমেসিস বাংলায় শাপানিবার্য।

নবীন- প্রবীন লেখীয়োদের প্রতি আহ্বান: সাহিত্য সুহৃদ মানুষের কাছে ছড়া, কবিতা, গল্প, ছোট গল্প, রম্য রচনা সহ সাহিত্য নির্ভর আপনার যেকোন লেখা পৌঁছে দিতে আমাদেরকে ই-মেইল করুন [email protected]
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড