• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩৩ °সে
  • বেটা ভার্সন
sonargao

শ্রীমঙ্গলে ‘অবরুদ্ধ সময়ের কবিতা’ পাঠের আসর

  মৌলভীবাজার প্রতিনিধি

১৭ নভেম্বর ২০১৮, ০২:১৫
কবিতা
ছবি : ‘অবরুদ্ধ সময়ের কবিতা’ পাঠের আসরে কবিতা পাঠ করছেন কবি হাসান জামিল

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অনুষ্ঠিত হয়েছে কবিতা পাঠের আসর। ‘অবরুদ্ধ সময়ের কবিতা’ শিরোনামে শুক্রবার (১৬ নভেম্বর) বিকেলে উপজেলার সিরাজনগর এলাকায় কবিতা পাঠের আয়োজন করা হয়। এতে দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত কবি-সাহিত্যিকরা যোগদান করেন।

অনুষ্ঠানের শুরুতে ‘অবরুদ্ধ সময়ের কবিতা’ আন্দোলনের অন্যতম উদ্যোক্তা কবি হান্নান কল্লোল স্বাগত বক্তব্য রাখেন। স্বাগত বক্তব্যে তিনি বলেন, ‘অন্যায় অত্যাচার এর বিরুদ্ধে কবিরা বরাবরই প্রতিবাদমুখর হয়ে থাকেন। ১৯৪৭ থেকে ৭১ পর্যন্ত কবিতা ছিলো প্রতিবাদের অন্যতম মাধ্যম। যখনই অন্যায়-অত্যাচার বেড়েছে, তখনই কবিরা সরব ছিলেন অন্যায়ের বিরুদ্ধে। আর একারণেই আমরা ময়মনসিংহ থেকে ‘অবরুদ্ধ সময়ের কবিতা’ নামে একটি আন্দোলন শুরু করি। সেই ধারাবাহিকতায় শ্রীমঙ্গলে এ আয়োজন করা হয়েছে। ক্রমান্বয়ে সারাদেশে এই কবিতা পাঠের আসর আয়োজনের চিন্তাধারা রয়েছে আমাদের।’

কবিতা পাঠ করছেন অতিথি কবিবৃন্দছবি : কবিতা পাঠ করছেন অতিথি কবিবৃন্দ

পরে দেশের বিভিন্ন জায়গা থেকে আগত প্রায় অর্ধশতাধিক কবিরা দেশের বর্তমান পরিস্থিতি, মানবতা, সমাজ, সংস্কৃতি ও রাজনীতি নিয়ে কবিতা আবৃত্তি করেন। এদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন- কবি সরকার আজিজ, এহসান হাবীব, শামশাম তাজিল, চিনু কবির, আশিক আকবর, হাসান জামিল প্রমুখ।

নবীন- প্রবীন লেখীয়োদের প্রতি আহ্বান: সাহিত্য সুহৃদ মানুষের কাছে ছড়া, কবিতা, গল্প, ছোট গল্প, রম্য রচনা সহ সাহিত্য নির্ভর আপনার যেকোন লেখা পৌঁছে দিতে আমাদেরকে ই-মেইল করুন [email protected]
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড