• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ২৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

মীর মশাররফ হোসেনের জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা

  রাজবাড়ী প্রতিনিধি

১৫ নভেম্বর ২০১৮, ১৯:১১
ছবি
ছবি : মীর মশাররফ হোসেনের জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

একবিংশ শতাব্দীর মুসলিম প্রতিভা কালজয়ী উপন্যাস ‘বিষাদ-সিন্ধু’র রচয়িতা মীর মশাররফ হোসেনের ১৭১ তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৫ নভেম্বর) বেলা ১১ টায় বাংলা একাডেমির আয়োজনে প্রথমে বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের পদমদী গ্রামে মীর মশাররফ হোসেনের সমাধিস্থলে শ্রদ্ধা নিবেদন করা হয়।

শ্রদ্ধা নিবেদনের পরে আলোচনা সভায় মীর মশাররফ হোসেন স্মৃতিকেন্দ্রের প্রাঙ্গণে বাংলা একাডেমির ভারপ্রাপ্ত মহাপরিচালক মোহাম্মদ আনোয়ার হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংস্কৃতি বিষয়ক সচিব মো. নাসির উদ্দিন আহমেদ। স্বাগত বক্তব্য রাখেন বাংলা একাডেমির পরিচালক ডা.কে.এম. মুজাহিদুল ইসলাম ও একুশে পদক প্রাপ্ত প্রাবন্ধিক ,গবেষক ও বাংলা একাডেমির ফেলো আবুল মোমেন।

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজবাড়ী জেলা প্রশাসক মোঃ শওকত আলী, উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ আবুল কালাম আজাদ, রাজবাড়ী সরকারি কলেজের অধ্যাপক ফকরুল জামান মুকুট, নবাবপুর ইউপি চেয়ারম্যান মোঃ আবুল হাসান আলী প্রমূখ ।

পরে বিকাল ৪টায় আলোচনা সভায় রাজবাড়ী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক ফকীর আবদুর রশিদের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মো. মাসুম রেজা। মীর মশাররফ হোসেনের জীবনি নিয়ে আলোচনা করেন মীর মশাররফ হোসেন সাহিত্য পরিষদের সভাপতি বিনয় কুমার চক্রবর্তী । আলোচনা সভা শেষে সন্ধ্যায় স্থানীয় শিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথির বক্তব্যে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. নাসির উদ্দীন আহমেদ বলেন, ‘মীর মশাররফ হোসেন বাংলা সাহিত্যকে সমৃদ্ধশালী করেছে। মীরের সাহিত্য তৎকালীন সময়ে মুসলীম সাহিত্যকে সামনের দিকে এগিয়ে নিয়েছে। আগামী ১ মাসের মধ্যে এখানে লক্ষাধিক টাকার বই পাঠানো হবে। তিনি আরো বলেন মীর মশাররফ হোসেনের লেখা প্রায় ৩০ টি অধিক বইয়ের সন্ধান পাওয়া গিয়েছে। যেগুলো সংগ্রহের চেষ্টা করা হচ্ছে। মীর মশাররফ হোসেনকে নিয়ে যদি কেই গবেষণা করতে চায় তাকে আর্থিকভাবে সহায়তা করা হবে বলে ঘোষণা প্রদান করেন সংস্কৃতি মন্ত্রণালয়ের সর্বোচ্চ এই কর্মকর্তা।’

আলোচনা সভা উপস্থাপনা করেন সোনাপুর মীর মোশাররফ হোসেন ডিগ্রি কলেজের প্রভাষক ভবেন্দ্রনাথ বিশ্বাস।

নবীন- প্রবীন লেখীয়োদের প্রতি আহ্বান: সাহিত্য সুহৃদ মানুষের কাছে ছড়া, কবিতা, গল্প, ছোট গল্প, রম্য রচনা সহ সাহিত্য নির্ভর আপনার যেকোন লেখা পৌঁছে দিতে আমাদেরকে ই-মেইল করুন [email protected]
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড