• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১  |   ৩০ °সে
  • বেটা ভার্সন
sonargao

আজকের কবিতা

আয়না

  অমিয় চক্রবর্তী

২৭ অক্টোবর ২০১৮, ০৪:২৫
কবিতা
ছবি: সংগৃহীত

হারানো ছড়ানো পাগল খুঁজছে ফিরে সে আপন হবে।

আলোর টুকরো দীপ্তি চোখের; ভাঙ্গা-গান-ভাসা গানের কানকে ; সেই নাক,যার সুরভি বোধটা চামেলি বকুলে গেলো কোথায় ; ফিরে- ফিরে চায় তাই হায় হায় তার চেতনা-জড়ানো কত দিনরাত পিছু ডাকে কেঁদে- কেঁদে। হারানো ছড়ানো পাগল।

জানে তার হাড় ধুলোয় উড়বে, কিছুই দেহের থাকবে না প্রাণকথা; আরো আরো বুক সবই খ’সে ঝ’রে মিশে যায় মেঘে হাওয়ায় জলে।

নিভে যাবে মন আরো।

এখনই কোথায় লক্ষ ক্ষণের ছবি? হাজার দুপুর, বেগুনি সন্ধ্যা, ভোরে নীল হাওয়া, তামসীর চাঁদ খেয়ালী খেলায় পাল তুলে গেছে পার।

ফিরিয়ে তবুও রাখবে, বাঁধবে, ঢাকবে, সাধবে-ভাবছে পাগল।

হারানো ছড়ানো পাগল।

হারানো ছড়ানো পাগল একলা দাঁড়ালো মাঠের ধারে- দূরে বুড়ো বট ঝিমন্ত-জাগা, ঝাঁ-ঝাঁ রোদ-লাগা, সবুজ ছন্দে স্থির। একটু হাওয়ার মন্ত্র।

দেখছে পাগল প্রকাণ্ড চাকা নীল আঁকা বাঁকা দিগন্তের; প্রখর যন্ত্রে শুনছে ঝিল্লি বাজনা।

উঁচু সূর্যের অপারে শূন্য, সোনায় সাজানো; চেনা গ্রাম ঐ ঘোর অচেনার বিপুল আবেগ আনলো।

ঝনঝন ক'রে সৃষ্টি-সুদ্ধ ভাঙছে, গড়ছে, চলছে- কোথায় তুমুল শব্দ? মাঝখানে তারি হঠাৎ পাগল মুখ দেখে চেনে আয়নায় আকাশে তাকিয়ে হাসে।

নবীন- প্রবীন লেখীয়োদের প্রতি আহ্বান: সাহিত্য সুহৃদ মানুষের কাছে ছড়া, কবিতা, গল্প, ছোট গল্প, রম্য রচনা সহ সাহিত্য নির্ভর আপনার যেকোন লেখা পৌঁছে দিতে আমাদেরকে ই-মেইল করুন [email protected]
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড