• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ৩১ °সে
  • বেটা ভার্সন
sonargao

জাগরণে স্মৃতিচারণ

  রহমান মৃধা

৩১ মে ২০২৩, ১৫:১০
জাগরণে স্মৃতিচারণ
জাগরণ ও ফাইজারের প্রোডাকশন অ্যান্ড সাপ্লাই চেইন ম্যানেজমেন্টের সাবেক পরিচালক রহমান মৃধা (ছবি : সংগৃহীত)

আমি বার বার নিজেকে প্রশ্ন করেছি

ভালোবাসা আসলে কী?

তাকে কি স্পর্শ করা যায়,

নাকি ধরাছোঁয়া যায়?

ভালোবাসা হলো উষ্ণ দীর্ঘশ্বাসের জমানো ধোঁয়াশা

কাউকে যদি সারা জীবন ভালো বাসতে চাও

তবে প্রেম না করে,

বরং বন্ধুত্ব কর।

প্রেম ফুরিয়ে যাবে,

বন্ধুত্ব রয়ে যাবে।

প্রেমে তুলনা আছে,

বন্ধুত্বে তুলনা নেই।

সত্যিকার ভালোবাসার পথ কখনোই মলিন নয়

তবে ভালোবাসা বিকল্পে বদলে যায় না

যে ভালোবাসতে জানে,

সে তার প্রকাশও করতে জানে।

সন্ধ্যায় দেখা আর হয় না,

বকুলের মালা দেওয়া যায় না।

রাতের ঘুমে আমি দেখিনে তারে

ভাবছি বসে একা আমি যখন,

চাঁদের আলো মুখে পড়ত তখন।

দেখিতাম তারে আমি দুচোখে ভরে,

পড়েনি চোখের পলক ক্ষণিকের তরে।

কত কিছু অন্তরে ভেবেছি আমি,

চলে যদি যাও তুমি হৃদয় থেকে

ভালোবাসা সরে যাবে জীবন থেকে

আকাশের তারাগুলো জ্বলবে না আর

ফুলের পাপড়িরা ঝরে যাবে,

ফুরিয়ে যাবে ফুলের সুগন্ধ।

কী হবে তখন জীবনের ভেবেছ কি?

তোমার পাশে যদি আমি না থাকি।

অনেক রাত কাটে এখন,

কথা বলে টেলিফোনে,

ফেসবুক, ইনস্টাগ্রাম আর টুইটারে।

কথা বলি কম নয় মোরা দুজনে

তারপরও ভেসে ওঠে অতীতের কথা।

ছিল না যাদের কোনোকিছু অতীতে,

কী করে করত প্রেম তখন তারা?

গোপনে লিখত চিঠি বলত মনের কথা,

প্রতিবেশী জানলে খেত লজ্জার মাথা।

তারপরও সে প্রেমে ছিল না কোনো ভুল।

হাতে যখন দিয়েছি একগুচ্ছ ফুল,

কপালে টিপ পরে এসেছে যখন

দেখেছি তারে আমি ভরেছে মন।

লজ্জায় মরেছে সে আমাকে দেখে

সবকিছু ফেলে সে যা গেছে রেখে

সে ছিল তার প্রেম আমার বুকে।

লেখক : রহমান মৃধা, সাবেক পরিচালক (প্রোডাকশন অ্যান্ড সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট), ফাইজার, সুইডেন।

[email protected]

নবীন- প্রবীন লেখীয়োদের প্রতি আহ্বান: সাহিত্য সুহৃদ মানুষের কাছে ছড়া, কবিতা, গল্প, ছোট গল্প, রম্য রচনা সহ সাহিত্য নির্ভর আপনার যেকোন লেখা পৌঁছে দিতে আমাদেরকে ই-মেইল করুন [email protected]
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড