• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩১ °সে
  • বেটা ভার্সন
sonargao

কবিতা

আর কতবার

ফজলে রাব্বী

  সাহিত্য ডেস্ক

২৪ অক্টোবর ২০১৮, ০৮:৫৮
কবিতা
ছবি: সংগৃহীত

আমরা বার বার হেরে যাই দুর্নীতির কাছে, কখনো দেশের ভেতরে কখনোবা দেশের বাইরে।

সেই যে যখন হাইস্কুলে ভর্তি হয়েছিলাম, বাবা দশ হাজার টাকা ডোনেশন দিয়েছিলেন ভালো স্কুল বলে। তারপর এস.এস.সি, এইচ.এস.সি পরীক্ষার সময় কেন্দ্রের স্যারদের ডেকে ভুরিভোজ করানো হয়েছিল, যাতে পরীক্ষায় অসুবিধা না হয়।

মেডিকেল ভর্তি পরীক্ষায় পাঁচ লাখ দিতে পারেননি বলে বাবা কেঁদেছিলেন নীরবে। চাকরির ভাইবাতে গিয়ে বারবার ফিরে এসেছি পনেরো লাখ ছিল না বলে। প্রেমিকার কাছে প্রত্যাখ্যাত হয়েছি ‘অকর্মণ্য’ প্রেমিকের উপাধিতে।

বাবার সারাজীবনের সঞ্চয় ক্রোক হয়ে গেছে দালালের হাতে, ওসির টেবিলে ফাইলের উপর জমেছে দুই ইঞ্চি ধুলো। এয়ারপোর্টের কাস্টমসে আটকে গেছে চকলেটের বাক্স, ছাড়াতে পারি নি পরিচিত কেউ নেই বলে।

প্রজন্ম চলে গেছে প্রজন্মান্তরে এসেছে নতুন প্রজন্ম, ছেলের স্কুলে ডোনেশন চেয়েছে বাইশ হাজার। এ আর কি এমন কঠিন কাজ? শুধু একটা বিবেক বর্জিত কলমের খোঁচায় হয়ে যাবে সমাধান!

এভাবেই ক্ষমতা, স্বজনপ্রীতি আর দুর্নীতির কাছে হেরে যাই আমরা কখনো ডি.সি. অফিসে, কখনো ক্রিকেটের বিশ্বমঞ্চে, কখনোবা ইউনিয়ন পরিষদের বয়স্ক ভাতায়।

আর কতবার হেরে গেলে আমাদের দেয়ালে পিঠ ঠেকবে? আর কতবার হেরে গেলে আমরা প্রতিবাদ করতে শিখবো?

নবীন- প্রবীন লেখীয়োদের প্রতি আহ্বান: সাহিত্য সুহৃদ মানুষের কাছে ছড়া, কবিতা, গল্প, ছোট গল্প, রম্য রচনা সহ সাহিত্য নির্ভর আপনার যেকোন লেখা পৌঁছে দিতে আমাদেরকে ই-মেইল করুন [email protected]
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড