• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ৩৬ °সে
  • বেটা ভার্সন
sonargao

তুমি এলে

  অভিমানী লেখক ইসহাক

০৯ মে ২০২৩, ১১:৫২
তুমি এলে
প্রেমিক যুগল (ফাইল ছবি)

তুমি এলে,

এই শহরের সব কার্যালয়ে অর্ধদিবস ছুটি ঘোষণা করে দেবো,

অনেকদিন পর রবিবারের দুপুরে বাড়ি ফিরে যাবে কেউ কেউ,

অথবা সান্ধ্যকালীন আড্ডাগুলো আবার একবার ছুঁয়ে দেবে-

ব্যস্ত দিনের বিকেল।

তুমি এলে,

এই শহরের ট্রাফিক সিস্টেমে গোলমাল করে দেবো,

যে পথে তুমি হেঁটে যাবে,

সে পথে থামিয়ে দেবো সব যান চলাচল,

তুমি রাষ্ট্রপতির মতো একা একা পেরিয়ে যাবে,

ব্যস্ততম শহরের সব রাজপথ।

তুমি এলে,

পাখিদের সাথে ভাগাভাগি করে নেবো কাঁটাতার,

সীমান্ত প্রহরীর বন্দুকে এঁকে দেবো রঙধনু,

ঘনঘন পতাকা বৈঠক ডেকে-

চিরস্থায়ী অস্ত্রবিরতি দিয়ে, সৈনিকের উর্দিতে গুঁজে দেবো-

গোলাপের সুবাস।

তুমি এলে,

তুলে দেবো সব বৃদ্ধাশ্রম,

ইন্টেরিয়র ডিজাইনারের বুকলেটে সবচাইতে সুন্দর ঘরটাই হবে-

আমাদের বাবা আর মা এর জন্য।

ঐ ঘরের ফুলদানীতে প্রতিদিন রেখে দেবো-

শহরের বেড়াতে আসা সবচাইতে সুন্দরতম গোলাপ।

তুমি এলে,

প্রেম থেকে আলগোছে তুলে নেবো সব বিরহী শঙ্কা,

প্রেমিকের পাঞ্জাবীতে নিত্যদিন গাঢ় লিপস্টিকের দাগে থেকে যাবে-

ভালোবাসার অপূর্ব এক কারুকার্য।

বন্ধ হয়ে যাবে বিষাদময় সব পানশালা,

মাতালরা তড়িঘড়ি করে বাড়ি ফিরে যাবে,

একটা অলৌকিক চুম্বনের লোভে।

নবীন- প্রবীন লেখীয়োদের প্রতি আহ্বান: সাহিত্য সুহৃদ মানুষের কাছে ছড়া, কবিতা, গল্প, ছোট গল্প, রম্য রচনা সহ সাহিত্য নির্ভর আপনার যেকোন লেখা পৌঁছে দিতে আমাদেরকে ই-মেইল করুন [email protected]
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড