• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১  |   ৩০ °সে
  • বেটা ভার্সন
sonargao

রমজান এসেছে ফিরে!

  রহমান মৃধা

২৮ মার্চ ২০২৩, ১৪:০১
রমজান এসেছে ফিরে!
ফাইজারের প্রোডাকশন অ্যান্ড সাপ্লাই চেইন ম্যানেজমেন্টের সাবেক পরিচালক রহমান মৃধা (ছবি : সংগৃহীত)

আমি মুসলমান

আমার ইসলামে ইমান,

মানি পবিত্র কুরআন।

যাকাত দিই,

হজ্জ করি,

থাকি রোজা রমজানে।

নামাজ পড়ি পাঁচবার।

কলেমা পড়ি বার বার,

বলি আল্লাহু আকবার।

এত সব করেও আমি

পথভ্রষ্ট হই,

যত দোষ শয়তানের

এসব কথাও কই।

মনের এই দুঃখ

নিয়ে আমি ভাবছি!

রমজান মাসে তাই

কিছু কথা লিখছি।

আমি থাকি সুইডেনে

বরফের দেশে।

অন্ধকারে ঢাকা পড়ে

এ সময়ে দেশটা,

তারপরও চলিতেছে

বসবাসের চেষ্টা।

অন্ধকার সরে যায়

সামার এলে,

সামারের সময়টা

খুব একটা বেশি না।

তিন মাস হতেই তা

শেষ হয়ে যায়।

অপেক্ষা আর প্রতীক্ষা

এই নিয়ে জাতি,

করিতেছে বসবাস

আজীবন ধরে।

ঢুকেছে এখানে বিশ্বের

অনেক মুসলমান।

এসেছে রমজান

রাখিতে হবে রোজা,

কাজটি সোজা নয়।

সূর্য না অস্ত যায়!

সুইডেনের সামারে,

রোজা তবু থাকে সবাই,

এই কঠিন সময়ে।

রোজা যখন আসে ফিরে

শীতের সময়,

দিন তখন হয় ছোট

রাত হয় বড়।

রোজা রাখা সহজ হয়

শীতের কালে।

রোজার এই মাসে

ছাড়তে হবে বদ অভ্যাস!

করতে হবে পণ,

থাকিব সবাই মিলে

ঘৃণা বিদ্বেষ ফেলে।

করিব সবাই বাস,

সুন্দর ভুবনে,

আসিবে আবার ফিরে!

রমজান মাস নতুন করে,

আমাদের জীবনে।

লেখক : রহমান মৃধা, সাবেক পরিচালক (প্রোডাকশন অ্যান্ড সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট), ফাইজার, সুইডেন।

[email protected]

নবীন- প্রবীন লেখীয়োদের প্রতি আহ্বান: সাহিত্য সুহৃদ মানুষের কাছে ছড়া, কবিতা, গল্প, ছোট গল্প, রম্য রচনা সহ সাহিত্য নির্ভর আপনার যেকোন লেখা পৌঁছে দিতে আমাদেরকে ই-মেইল করুন [email protected]
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড