• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ৩৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

সান্ত্বনা

  রহমান মৃধা

১৭ মার্চ ২০২৩, ১৬:৪১
সান্ত্বনা
ফাইজারের প্রোডাকশন অ্যান্ড সাপ্লাই চেইন ম্যানেজমেন্টের সাবেক পরিচালক রহমান মৃধা (ছবি : সংগৃহীত)

বিবেকের এক প্রান্তে,

লেগে আছি আমি তবু

মহা ভুল ভ্রান্তে।

চেষ্টা করাটাও যে চেষ্টার কাজ,

বুঝিতে পারিলাম,

সেটা আমি আজি।

সমস্যা যখনই আসিবে হৃদয়ে

করিবে গ্রহণ তারে সাদরে

খারাপ যদি কর মন

সমস্যার জন্য,

হারাবে তখন তুমি

বিবেকের অন্ন।

করিতে দাও কাজ

তার মত করে,

আনিবে সমাধান সে

নিজ থেকে ধরে।

বিবেক আছে যখন

চিন্তা কিসের?

এমনটি প্রশ্ন এসেছে মনে,

ভাবিতে বসিলাম,

আমি সেই ক্ষণে!

ছোট্ট একটি ঘটনার তরে

পুরো সময়টি নষ্ট হবে?

এমন সময় বিবেক

তাড়া দিলো মোরে,

ভাবনাকে ফেলে তুমি,

চলে আসো সরে।

অল্প সময়ের জন্য

এসেছি ভুবনে,

জানিতে হবে মোর

আরও কত কিছু,

আর কত চিন্তা করিবে পিছু?

সামনের দিকে যা কিছু আছে,

ধরা যেন পড়ে সব

ভাবনার কাছে।

জীবনটি মাঝে মাঝে,

ভরে বেদনায়,

চলিবে না থাকিলে বসে সাধনায়।

জেগে উঠ কর কাজ,

সদা ভয় সদা লাজ,

কি আছে জীবনের

যদি হয় ভুল!

হয়ত হারাব একুল

থাকিবে হৃদয়ে মোর স্বপ্নের ওকুল।

লেখক : রহমান মৃধা, সাবেক পরিচালক (প্রোডাকশন অ্যান্ড সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট), ফাইজার, সুইডেন।

[email protected]

নবীন- প্রবীন লেখীয়োদের প্রতি আহ্বান: সাহিত্য সুহৃদ মানুষের কাছে ছড়া, কবিতা, গল্প, ছোট গল্প, রম্য রচনা সহ সাহিত্য নির্ভর আপনার যেকোন লেখা পৌঁছে দিতে আমাদেরকে ই-মেইল করুন [email protected]
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড