রহমান মৃধা
বকুল তলায় দেখতাম তোমায়,
ফুল কুড়াতে আসতে তুমি,
প্রতিদিন সকাল বেলায়।
ডালি ভরে ফুল কুড়িয়ে,
ফিরতে যখন বাড়ি,
কথা না বলিলে তুমি
করতে তখন আড়ি।
কি কারণে করতে আড়ি
বুজতে পারিনি,
দেখতে তোমায় লাগত ভালো
বলতে পারিনি,
ভালোবাসতে মন চেত
সাহস তো হয়নি।
মালা গেঁথে রাখতে তুমি
পড়ার টেবিলে
দেখতাম আমি আঁড় নজরে
আঙ্গিনা থেকে,
হাতে গাথা ফুলের মালা
গন্ধে ছিল ভরা,
হতাম আমি ফুলের গন্ধে
শুধু দিশাহারা।
পড়ত মনে তোমার কথা,
ফুলের মালা দেখে।
রাখতাম তোমার ছবি তখন,
আমার হৃদয়ে একে।
ভাবিতে তুমি বুঝি
আমি কিছু কব?
যত খুশি দাও বকা
সবকিছু আজ সব।
বলতে আমি চেয়েছি
তোমায় বার বার,
হয়নি সে কথা বলা
আজও একবার।
গাথা মালা ঝরে গেছে,
লজ্জা-সরম পড়ে আছে,
ভালোবাসা রয়ে গেছে
হৃদয়ে আমার।
জানতে মন চায়;
তুমিও কি মালা না
আমারেই বেশি ভালোবাসতে!
তাই কি প্রতিদিন ফুলের মালা নিয়ে
পড়ার টেবিলে তা রাখতে?
লেখক : রহমান মৃধা, সাবেক পরিচালক (প্রোডাকশন অ্যান্ড সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট) ফাইজার, সুইডেন।
নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118243, +8801907484702
ই-মেইল: inbox.odhika[email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড