• রোববার, ০২ এপ্রিল ২০২৩, ১৯ চৈত্র ১৪২৯  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

প্রকাশিত হয়েছে তাজবীর সজীবের ডিজিটাল মার্কেটিং বিষয়ক দ্বিতীয় গ্রন্থ ‘ডিজিটাল টার্ন’ 

  অধিকার ডেস্ক

১৬ ফেব্রুয়ারি ২০২৩, ১৬:২৫
ডিজিটাল টার্ন

তাম্রলিপি প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছে তাজবীর সজীবের গ্রন্থ ‘ডিজিটাল টার্ন’। পেশাগত দীর্ঘ অভিজ্ঞতা এবং তাত্ত্বিক জ্ঞানের ভিত্তিতে ডিজিটাল মার্কেটিং বিষয়ে বইটি রচনা করেছেন লেখক। ডিজিটাল মার্কেটিং বিষয়ক এটি লেখকের দ্বিতীয় গ্রন্থ।

‘ডিজিটাল টার্ন’ বইটির লেখক লেখালিখি আর গণমাধ্যমে তিনি তাজবীর সজীব হলেও সার্টিফিকেটে মোঃ তাজবীর হোসাইন। তাজবীর নামটা তার বেশি পছন্দের। তিনি একাধারে সংগঠক, উদ্যোক্তা, লেখক, গণমাধ্যম ব্যক্তিত্ব, বিশ্ববিদ্যালয়য়ের শিক্ষক, ডিজিটাল মার্কেটিং লিডার হিসেবে সুপরিচিত।

৯টি ভিন্ন ভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রীর হাত থেকে ৯টি জাতীয় পর্যায়ের এওয়ার্ড প্রাপ্তি তার অর্জনের ঝুলি বাড়িয়েছে। ইউনিসেফ থেকে আন্তর্জাতিক এওয়ার্ড প্রাপ্তির সন্মাননা তার প্রফাইলকে করেছে আরও সমৃদ্ধ।

শিক্ষা জীবনে তিনি কুষ্টিয়া জিলা স্কুল, নটর ডেম কলেজ, ঢাকা ইউনিভার্সিটির আইবিএ এর ডিএমসি, ঢাকা ইউনিভার্সিটির এমএমএসি, বুয়েটের ডিসিই থেকে অধ্যয়ন তার একাডেমিক পড়ালেখাকে সমৃদ্ধির শিখরে নিয়ে গেছে এমনটি প্রত্যক্ষ করা গেলেও, তিনি পিএইচডি সহ আরও পড়তে চান আরও শিখতে চান। জার্মানির একটি শিক্ষা প্রতিষ্ঠান থেকে তিনি একটি সার্টিফিকেট ডিগ্রি অর্জন করেছেন। ঢাকা ইউনিভার্সিটি থেকে এমএসসি ছাড়াও ৩টি ভিন্ন ভিন্ন বিষয়ে তার এমবিএ রয়েছে। গুগলের ৪টি ভিন্ন ভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে ৪টি কষ্টসাধ্য সার্টিফিকেট কোর্স তার অর্জন তার একাডেমিক ভুবনে অতিরিক্ত পালক যুক্ত করেছে। এছাড়াও দেশ বিদেশের নানাবিধ স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান থেকে তিনি বিভিন্ন বিষয়ে অধ্যয়ন করেছেন।

তিনি শুধু পড়েছেন ব্যাপারটি এমন নয় তিনি বিভিন্ন স্বনামধন্য বেসরকারি বিশ্ববিদ্যালয়ে নানা সময়ে শিক্ষকতা করেছেন। এখনো করছেন। এবং ১৬ বছর যাবত সহস্রাধিক কলেজ শিক্ষার্থীদের তিনি সফট স্কিল ট্রেইনিং দিয়েছেন তাত্ত্বিক এবং ব্যাবহারিকভাবে। হাজার হাজার কর্পোরেট সার্ভিস হোল্ডারদেরকে তিনি ডিজিটাল মার্কেটিং এবং সাপ্লাই চেইন নিয়ে ট্রেইনিং দিয়েছেন। প্রফেশনাল ক্যারিয়ারে তিনি প্রতিষ্ঠিত কিছু গণমাধ্যম ছাড়াও একাধিক কর্পোরেট প্রতিষ্ঠানে উচ্চপদে কাজ করার অভিজ্ঞালব্ধ হয়েছেন।

তিনি নটর ডেম কলেজে সহশিক্ষা কার্যক্রমে নেতৃত্ব দেওয়ায় কলেজের পক্ষ থেকে তৎকালীন শিক্ষা মন্ত্রীর হাত থেকে ‘অনারেবল ম্যানশন’ সন্মাননা অর্জন করেন। এটি তার জীবনের সকল অর্জনের মধ্যে অন্যতম সেরা বলে তিনি দাবি করেন।

লেখকের অন্যান্য বই বিভন্ন সময়ে ইতিমধ্যে বহুল প্রশংসিত হয়েছে বলে জানা যায়।

‘ডিজিটাল টার্ন’ বইটি প্রসঙ্গে তাজবীর সজীব বলেন, ‘মার্কেটিং এর দুনিয়া আর অনলাইনের যুগে, যুগের তাগিদে মানুষের আরেক গুরুত্বপূর্ণ সৃষ্টি হলো ডিজিটাল মার্কেটিং। যেকোন পেশাগত জীবনে ডিজিটাল মার্কেটিং জানাটা তার অতিরিক্ত ইতিবাচক গুণাবলীর মধ্যে বিবেচিত হয় বলেই পরিলক্ষিত। ‘ডিজিটাল টার্ন’ ডিজিটাল মার্কেটিং সংক্রান্ত আমার দ্বিতীয় গ্রন্থ। আগেরটির সাথে তুলনা যদি করি, কি পার্থক্য আছে এতে? আছে। সময় পরিবর্তন হয়েছে, সাথে পরিবর্তন হয়েছে ডিজিটাল মার্কেটিং এর রসদ এবং এর পদ্ধতি। ডিজিটাল মার্কেটিং বিশদ ধারনা। ডিজিটাল মার্কেটিং এর অনেক শাখা-প্রশাখা আছে, সেগুলোর কিছু বিষয় যেমন এসইও নিয়ে বিশদ আলোচনায় গিয়েছি আবার কিছু বিষয়ে বিস্তারিত আলোচনায় না গিয়ে পদ্ধতি সম্পর্কে ধারনা দেওয়া হয়েছে গ্রন্থটিতে’।

বইটি পাওয়া যাচ্ছে অমর একুশে বইমেলার তাম্রলিপি প্রকাশনীর ২১ নাম্বার প্যাভিলিয়নে।

নবীন- প্রবীন লেখীয়োদের প্রতি আহ্বান: সাহিত্য সুহৃদ মানুষের কাছে ছড়া, কবিতা, গল্প, ছোট গল্প, রম্য রচনা সহ সাহিত্য নির্ভর আপনার যেকোন লেখা পৌঁছে দিতে আমাদেরকে ই-মেইল করুন [email protected]
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড