রহমান মৃধা
ছোট বেলার দিনগুলো
মনে আছে সেই ভালো,
দিনগুলো আর ভুলতে পারি না।
যখন খুশি যা করেছি
ধরা খেলে মার খেয়েছি,
কথা দিছি আর কখনও ভুল করিব না।
মা দিয়েছে বকা মোরে
খেতে গেলে রান্না ঘরে,
মায়ের হাতের রান্না খেয়ে মজা পেয়েছি।
মাগো তোমায় না জেনে কষ্ট দিয়েছি,
ক্ষমা করে দিও মাগো যে ভুল করেছি।
সময়ের সাথে আমি মাকে হারাইছি
ভাগ্যের লিখাটারে মেনে নিয়েছি
কে যাবে কে রবে কিছুই জানি না,
শুধু জানি আজকের দিন ফিরে পাব না।
পাওয়া না পাওয়ার মাঝে চলছে এ জীবন,
তুমি আমি চলে যাব থাকিবে ভুবনে।
লেখক : রহমান মৃধা, সাবেক পরিচালক (প্রোডাকশন অ্যান্ড সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট), ফাইজার, সুইডেন।
নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118243, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড