• বুধবার, ২৯ মার্চ ২০২৩, ১৫ চৈত্র ১৪২৯  |   ২৫ °সে
  • বেটা ভার্সন
sonargao

কবিতা চাপা পড়ে থাক

  মনদীপ ঘরাই

০৬ ফেব্রুয়ারি ২০২৩, ১২:১৮
কবিতা চাপা পড়ে থাক
মনদীপ ঘরাই (ফাইল ছবি)

আমার কবিতা চাপা পড়ে থাক;

উল্টোনো মিনিবাসের রক্তাক্ত জানালার নিচে।

আমার কবিতা চাপা পড়ে থাক;

পেপারওয়েটের সামান্য কাঁচের-অসামান্য ভারে।

আমার কবিতা চাপা পড়ে থাক;

বালিশ ঠাঁসা দমবন্ধ আর্ত চিৎকারে।

আমার কবিতা চাপা পড়ে থাক;

চেয়ারের গদি আর নিতম্বের নরম বোঝাপড়ার মাঝে।

আমার কবিতা চাপা পড়ে যাবে;

ফাইলের ভারে; ছুরি-কাচির ধারে।

আমার কবিতা মাথাচাড়া দেবে;

কোনো এক ঘোর সন্ধ্যা কালে।

সন্ধ্যাই ভালো। আলো থাকে না।

সাদা কাগজে লেখা কবিতা তখন; ভালো থাকে না।

চাপা পড়ে যায় - কালো অন্ধকারের নিচে।

সকালের অপেক্ষায়!

সকাল আসে না ;

রাতগুলো পেপারওয়েট হয়ে রয়..

কারণ, এখানে মানুষ দিন আনে দিন খায় না।

এখানে....

রাত থেকে শুধুমাত্র রাত হয়।

মানুষ রাত বেচে; আর দিন চিবিয়ে খায়...

নবীন- প্রবীন লেখীয়োদের প্রতি আহ্বান: সাহিত্য সুহৃদ মানুষের কাছে ছড়া, কবিতা, গল্প, ছোট গল্প, রম্য রচনা সহ সাহিত্য নির্ভর আপনার যেকোন লেখা পৌঁছে দিতে আমাদেরকে ই-মেইল করুন [email protected]
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড