রহমান মৃধা
তুই ক্যান যে এসেছিলি
আর ক্যান যে গেলি চলে,
অবর বেলা আমায় এখন
একা গেলি ফেলে।
ছোটবেলায় তোরে আমি
কত বকেছি,
আদর করে মুকটিতে তোর
চিমটি মেরেছি।
ভাবতে তখন পারিনি রে
তুই বড় হয়েছিস,
লজ্জা শরম ধরছে ঘিরে
আমি যখন ডাকছি তোরে,
কেন যে তোর আসতে দেরি
হতো আমার কাছে!
আগের মত ভালোবাসতে
দেখিনে আর তোরে,
ভুলে তুই একেবারে
গেছিস বুঝি মোরে?
মুখে তোর আগের মত
নেই ক্যানরে হাসি?
আমি তোরে আগের মতই
বড্ড ভালোবাসি।
হঠাৎ করে কেঁদে দিলি
কী কারণে বল?
মনের কথা খুলে তুই
আমার কাছে বল।
কিছুদিন যেতে তোর
বিয়ে হয়ে গেল,
তোর সাথে আমার আর
দেখা না হলো।
আগে যদি জানতাম
তুই ছেড়ে যাবি মোরে,
ধরিয়া রাখিতাম তোরে
আজীবন ভরে।
ভালোবাসার শেষ আছে
বুঝিতে পারিনি,
ছেড়ে চলে যাবি তুই
বিশ্বাস করিনি।
সঞ্চিত ভালোবাসা
সব দিতাম তোরে,
কৃপণতা করেছি
সারা জীবন ধরে।
দিইনি সবকিছু
শেষ হবার ভয়ে,
দেব তোরে সবকিছু
তোর বৃদ্ধ কালে,
জমা শুধু করেছিলাম
পরে দেব বলে।
সবকিছু ফেলে শেষে,
গেলি তুই চলে!
মনে পড়ে গেল সেই
ছোটবেলার কথা,
ভালো আমি বাসি তোরে,
থাকি না যেথা।
লেখক : রহমান মৃধা, সাবেক পরিচালক (প্রোডাকশন অ্যান্ড সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট), ফাইজার, সুইডেন।
নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118243, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড