• বৃহস্পতিবার, ২৩ মার্চ ২০২৩, ৯ চৈত্র ১৪২৯  |   ২২ °সে
  • বেটা ভার্সন
sonargao

বইমেলার প্রথম দিনই নাজমুল হুদার ‘বিতর্কে হাতেখড়ি’

  নিজস্ব প্রতিবেদক

০৩ ফেব্রুয়ারি ২০২৩, ১২:০৭
বইমেলার প্রথম দিনই নাজমুল হুদার ‘বিতর্কে হাতেখড়ি’

যুক্তির জট খুলে সহজ সরস ভাষায় স্বতঃস্ফূর্ত উপস্থাপন ও কথা-কৌশল বাতলে দিতে বিতর্কে হাতেখড়ি নামে বই এনেছে কথা প্রকাশ। পাওয়া যাচ্ছে কথা প্রকাশের ২৭ নং প্যাভিলিয়নে।

বইটিতে সনাতনী, সংসদীয়, জাতিসংঘ মডেল, জুটি বিতর্ক, আঞ্চলিক বিতর্ক, বারেয়ারী বিতর্ক, পেশাজীবী বিতর্ক, প্ল্যানচেট বিতর্কসহ বিশ্ব বিতর্কের হালচাল, দেশীয় বিতর্কের নানা ধারা চিত্র তুলে ধরার পাশাপাশি শতাধিক বিতর্কের টপিক সংযুক্ত করা হয়েছে যা তরুণ তার্কিক ও শিক্ষার্থীদের জন্য সহায়ক হবে।

এছাড়া ভাষার ব্যবহার, শরীরের ভারসাম্য, কণ্ঠের কারুকাজসহ বিতর্কের বিভিন্ন ধারা, ধরণ ও প্রায়োগিক কৌশল নিয়েও বিশদ আলোচনা করা হয়েছে। বাক ও বিতর্কের পার্থক্য কোথায়? সব তর্ক বিতর্ক নয় কেন?

যুক্তিখণ্ডন করে কিভাবে পাল্টা যুক্তি দিতে হয়? কণ্ঠ-কারুকাজ ও কথা-কৌশল, বাক্য নির্মাণ, পর্যবেক্ষণ, বিশ্লেষণ ও উপস্থাপনা শৈলীর পাশাপাশি আর কি কি লাগে একজন বিতার্কিক হতে হলে সেগুলো নমুনা চিত্রসহ তুলে ধরা হয়েছে।

শুদ্ধ উচ্চারণ, সুন্দর উপস্থাপনা আর শাণিত যুক্তির মেলবন্ধনে নির্মিত বিতর্ক শিল্পের প্রসারে জাতীয় বিতর্ক সংগঠক, লেখক ও বাংলাদেশ ব্যাংকের উপপরিচালক নাজমুল হুদা। ভূমিকা লিখেছেন এক সময়ের তুখোড় তার্কিক ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ড. শামীম রেজা। প্রচ্ছদ করেছেন- আনিসুজ্জামান সোহেল।

২০১৭ সালে প্রকাশিত নাজমুল হুদার প্রথম বই ‘ক্যারিয়ার ক্যারিশমা-সাফল্যের সাতপাঠ’ তুমুল পাঠকপ্রিয়তা পায়।

এছাড়া এক্সের ফ্যাক্টর, দ্য আইকন, বিশ্বনন্দিত বাংলাদেশি বিজ্ঞানী, ও জিনিয়াস জিসান-গল্পে গল্পে বিজ্ঞান লেখকের উল্লেখযোগ্য প্রকাশনা।

নবীন- প্রবীন লেখীয়োদের প্রতি আহ্বান: সাহিত্য সুহৃদ মানুষের কাছে ছড়া, কবিতা, গল্প, ছোট গল্প, রম্য রচনা সহ সাহিত্য নির্ভর আপনার যেকোন লেখা পৌঁছে দিতে আমাদেরকে ই-মেইল করুন inbox.odh[email protected]
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড