রহমান মৃধা
যে কথা বলার ছিল
বলা হলো না,
মনের কথা শুনবে কে
জানা গেল না।
বহু বছর পরে সে
লিখেছে এক চিঠি,
কথা বলবে টেলিফোনে
পায় যদি অনুমতি।
এ কথা সে কথা
নানা কথা তার,
মনের কথা লিখতে সে
পারিল না আর।
হঠাৎ সে ফোন করে
বলিতে লাগিল,
শুনিয়া মনটি মোর
খারাপ হয়ে গেল।
বলবো না আমি
আর কোনো দিন,
চিঠি দিও তুমি মোরে।
বলেছিলে তুমি
চিঠি দিবে মোরে,
যত দূরে থাকো
যাবে নাকো ভুলে।
ভালবাসাতে যদি
না থাকে অপরাধ,
তাহলে কেন আজ
এত প্রতিবাদ?
ভালবাসার বিনিময়ে
তুমি দিয়েছ আঘাত,
তাই আজ করি আমি
এত প্রতিবাদ।
আজ কেন তুমি
চলে গেলে ফেলে,
অন্তর জ্বলে শুধু
তোমার কারণে।
বলবো না তবু আমি
আর কোনো দিন,
ভালবেসো তুমি মোরে।
লেখক : রহমান মৃধা, সাবেক পরিচালক (প্রোডাকশন অ্যান্ড সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট), ফাইজার, সুইডেন।
নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118243, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড