রহমান মৃধা
আগে যদি জানতাম বন্ধু
ভালোবাসো মোরে,
রাখিতাম তোমারে আমি
বুকের ভেতর ধরে।
জানা তো হয়নি কভু
জানবো কেমন করে,
বলোনি তুমি মোরে
মনের কখা খুলে।
দেখা হইছে আমার
তোমার সাথে যখন,
হেসে খেলে কইছো কথা
বুঝিনি তখন।
চোখের ভঙ্গি দেখে তোমার
বুঝতে পারিনি,
বুঝিবো কেমন করে
ভালো আগে বাসিনি।
লজ্জা শরম মনের মাঝে
দোলা দিয়েছে,
মনের কথা বলার সাহস
হারিয়ে গেছে।
এরই নাম যে ভালোবাসা
তখন বুঝিনি,
বুঝতে যখন পেরেছিলাম
তখন দেখা মেলেনি।
ছোট বেলার ভালোবাসা
বোঝা বড় দায়,
বড় হয়েও আজো আমি
ভাবছি বসে তাই।
তোমায় আমি লিখবো বলে
যখনই কলম তুলি,
কেন যেন ভুলে যাই
ভালো লাগা শব্দগুলি।
তুমি আছো আজো মোর
হৃদয়ের মাঝে,
তাইতো ভালো বাসি তোমায়
দূর পরবাসে।
লেখক : রহমান মৃধা, সাবেক পরিচালক (প্রোডাকশন অ্যান্ড সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট), ফাইজার, সুইডেন।
নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118243, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড