রহমান মৃধা
ভেবেছিলাম মনে মনে
একাকি বসিয়া,
প্রকাশি তোমারে কব
হৃদয়ও খুলিয়া।
ভেবেছিলাম মনের কথা
বলিব তোমারে,
পারিবে না তখন তুমি
না করিতে আমারে।
ভেবেছিলাম সব ছাড়িয়ে
তোমার কাছে ফিরিব,
নতুন করে তোমায় আমি
আবার ভালোবাসিব।
ভেবেছিলাম সবাই মিলে
তোমায় বরন করিব,
ভালোবাসার মধ্য দিয়ে
সোনার বাংলা গড়িব।
ভেবেছিলাম আদর করে
তোমায় ঘরে তুলিব,
ভালোবেসে সঙ্গোপনে
মনের কথা বলিব।
ভেবেছিলাম সারা জীবন
তোমার পাশে থাকিব,
তোমায় নিয়ে বিশ্ব জুড়ে
গর্বে বুকটা ভরিব।
ভেবেছিলাম বেলা শেষে
তোমার কাছে ফিরিব,
মনের সুখে দিন ফুরালে
তোমার বুকে মরিব।
ভাবনা কি মোর পুরোণ হবে?
তাতো আমি জানি না!
তুমি ছাড়া অন্য কেহ
আছে সেটা মানি না।
তুমি এক, অদ্বিতীয়
এটাই আমার ধারনা,
দেখে তুমি রেখো মোরে
দিয়ে তোমার করুনা।
লেখক : রহমান মৃধা, সাবেক পরিচালক (প্রোডাকশন অ্যান্ড সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট), ফাইজার, সুইডেন।
নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118243, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড