রহমান মৃধা
স্বামী কয় কটু কথা,
লাগে বউয়ের মনে ব্যথা।
গ্যালি যখন দেয় শালী,
দুলাভাই হাসে খালি।
বউ যদি রেগে যায়,
স্বামী থাকে চিন্তায়।
কিনাকাটি সব করে,
যাতে বউ খুশি থাকে।
এত কিছু দেবার পরে,
তবু বউ ঘ্যান ঘ্যান করে,
ভাবছে বসে স্বামী বেশ নিরালায়।
মা কাছে এসে বলে;
কিরে বাবা কি হয়েছে,
বল না আমারে?
ছেলে উত্তরে বলে;
নারে মা কিছু না,
মনটা তেমন ভালো না।
যাও তুমি ঘরে যাও,
ভেবো না এসব।
মা বলে ওরে খোকা,
দিলি তুই মোরে ধোঁকা?
বুঝলি না, মা তোর অন্তর্যামী!
বোঝে তোর সব কথা দেখিলে তোরে।
দীর্ঘ নিঃশ্বাস ফেলে মা বলিল তখন;
কি আর করবি বল?
আমারে তুই নিয়ে চল,
দেশের বাড়িতে।
দেখবি সব ঠিক হবে,
বউ তোর খুশি হবে।
থাকবি তুই সুখে বাবা বউরে নিয়ে।
গেল মা বাড়িতে এলো শাশুড়ি,
মা-মেয়ের আলোচনা চলছে বাড়ি।
চলছে কথা যেন শুনতে না পারি।
বিছানায় শুতে সবে এসেছি যখন,
জিজ্ঞেস করিল বউ হঠাৎ তখন!
কত টাকা আয় করো মাসে তুমি?
বলিলাম টাকার অংক বউকে আমি।
শুনিয়া বউ মোরে কহিল তখন,
সব টাকা দিবে তুমি আমাকে এখন।
বলিলাম ঠিক আছে ঘুমাও এখন।
মাস শেষে বউ আমার
টাকা গুলো নেয়।
এক হাজার টাকা মোরে
পকেট খরচ দেয়।
গ্রামের বাড়িতে যে
মা একা থাকে
সে বিষয় কথাটি বলিলাম তাকে।
উত্তরে বলিল বউ,
দেখা যাবে ক্ষণ।
দুই মাস হয়ে গেল,
মার কোন খোঁজ নাই!
ভাবলাম যাব বাড়ি মাকে দেখিতে,
কহিলাম বউকে আমি;
যাবে কি তুমি?
না করে দিল বউ চোখের পরে।
বলিলাম বউকে আমি
মার জন্য কিনব শাড়ী,
শুনে বউ তৎক্ষণাৎ করিল আড়ি!
শাশুড়ি আছে বাড়ি মাসের পর মাস,
মার কথা শুনিতেই একি সর্বনাশ!
লেখক : রহমান মৃধা, সাবেক পরিচালক (প্রোডাকশন অ্যান্ড সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট), ফাইজার, সুইডেন।
নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118243, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড