রহমান মৃধা
ও আমার সোনার বাংলা,
আমি তোমায় ভালোবাসি।
মনে হয় তোমার কাছে,
নতুন করে ফিরে আসি।
চিরদিন তোমার কথা,
তোমার ব্যথা,
আমার মনে লাগে বেশি,
ও আমার সোনার বাংলা,
আমি তোমায় ভালোবাসি।
কী সোজা,
কী মজা গো
কী সরল
কী বিরল গো
কী মায়ায় জড়িয়ে আছো
তুমি আমার মাঝে।
তোমার সূর্য, তোমার আকাশ,
তোমার তৃণভূমি সবুজ,
তোমায় ভালোবেসে আমি
নিজের কাছে হইনি অবুঝ।
হঠাৎ যখন ফিরে আসি,
তোমায় দেখে হই যে খুশি।
তোমার ঐ মুখের বাণী,
আমার প্রাণে,
বাজে অবিরত।
তাইতো ফিরে আসি আমি,
দেখতে তোমায় কত।
তুমি, ছিলে খেলার সাথী,
ধুলো মাটি অঙ্গে মাখি,
ছুটেছি সব নদীর ঘাটে,
সাঁতার কেটে সারাটা দিন
লাল করেছি চোখ দুটি।
দিন কেটেছে ধানের ক্ষেতে,
খেলেছি মোরা পল্লিবাটে,
পড়ছে মনে সে সব কথা,
ভাবছি ছুটে আসি,
ও আমার সোনার বাংলা,
মা আমি তোমায় ভালোবাসি।
মনে হয় আবারও যুদ্ধ করি
স্বৈরাচারীর বিরুদ্ধে,
রুখে দাঁড়াই নতুন করে
দুর্নীতি দূর করতে।
মাতৃভূমির জন্য আমি
জীবন দিতে সত্যি রাজি,
সোনার বাংলা গড়ব বলে
দেশ করেছি স্বাধীন মোরা
রক্ষা করতে ধরছি বাজি।
তোমার অধিকার রাখতে ধরে,
জীবন দিব আপন মনে,
আমি লাল সবুজের পতাকারে,
রাখব ধরে হৃদয় ভরে।
বিজয়ের মাসে,
মোর হৃদয়ে ভাসে,
তোমার স্মৃতিচারণ করি
আজ মনের উল্লাসে।
প্রতিদিন তোমার কাছে,
নতুন করে ফিরে আসি,
ও আমার সোনার বাংলা,
আমি তোমায় ভালোবাসি।
লেখক : রহমান মৃধা, সাবেক পরিচালক (প্রোডাকশন অ্যান্ড সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট), ফাইজার, সুইডেন।
নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118243, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড