• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ৩৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

সেই তুমি এলে

  রহমান মৃধা

২৯ ডিসেম্বর ২০২২, ১৪:৩৪
সেই তুমি এলে
সমুদ্রের ধারে সূর্যাস্ত উপভোগ করা তরুণী ও ফাইজারের প্রোডাকশন অ্যান্ড সাপ্লাই চেইন ম্যানেজমেন্টের সাবেক পরিচালক রহমান মৃধা (ছবি : সংগৃহীত)

সব কিছুর পরে হবে মিলন একদিন,

ভাবছি বসে আসবে কবে আমার সেদিন।

কল্পনাতে ভালোবেসে গেলাম শুধু তারে,

সত্যিকারে কোনোদিন সে আসল না হৃদয়ে।

কি করিব, কোথায় যাব ভাবছি যখন আমি,

হঠাৎ করে মালা খানি দিয়ে গেলে তুমি।

মালাতো নয় ভালোবাসা হৃদয় দিয়ে গাথা,

পরে দেখি জীবন আমার ঘোচায় মনের ব্যথা।

তোমায় আমি দেখেছিলাম প্যাসিফিক ওসানে,

সানফ্রানসিসকোর নাপাভ্যালি তুমি বেড়াতে এসেছিলে।

ভুলে তুমি ডেকেছিলে ডারলিং রেইনমান,

আমি শুধু বলেছিলাম নাম আমার রহমান।

বুঝিতে পারিনি তখন কি দেখতে পেয়ে,

হেসেছিলে কিছুক্ষণ আমার দিকে চেয়ে।

সেদিনের হাসিতে ছিল কি জাদু,

বলেছিলে কিছু কথা লেগেছিল মধু।

বুঝিতে পারিনি তখন আবার হবে দেখা,

গণক বলিল সেদিন দেখে হাতের রেখা।

হবে প্রেম নিশ্চিত পুরনো বন্ধুর সাথে,

লেখা রয়েছে তা তোমার বাম হাতে।

আশায় আশায় আমি আজো বসে আছি,

ভাবিতে পারিনি তুমি হবে সেই জীবন সঙ্গিনী।

নীল রঙের চোখ আমি দেখিনি এর আগে,

কল্পনায় দেখতে তোমায় আমার ভাল্লাগে।

লেখক : রহমান মৃধা, সাবেক পরিচালক (প্রোডাকশন অ্যান্ড সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট), ফাইজার, সুইডেন।

[email protected]

নবীন- প্রবীন লেখীয়োদের প্রতি আহ্বান: সাহিত্য সুহৃদ মানুষের কাছে ছড়া, কবিতা, গল্প, ছোট গল্প, রম্য রচনা সহ সাহিত্য নির্ভর আপনার যেকোন লেখা পৌঁছে দিতে আমাদেরকে ই-মেইল করুন [email protected]
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড