• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ৩৪ °সে
  • বেটা ভার্সন
sonargao

তোমাকে আমার মনে পড়েছে

  রহমান মৃধা

২৩ নভেম্বর ২০২২, ১৫:৫০
তোমাকে আমার মনে পড়েছে
ফাইজারের প্রোডাকশন অ্যান্ড সাপ্লাই চেইন ম্যানেজমেন্টের সাবেক পরিচালক রহমান মৃধা ও তার সহধর্মিণী মারিয়া (ছবি : সংগৃহীত)

বৃষ্টিতে ভিজে আমি খেলেছি,

সন্ধ্যাকালে বাড়ি ফিরেছি,

বকা আমি খেয়েছি কম নয়,

সব কথা মনে পড়েছে।

স্কুলে দেখেছি তোমারে,

সারাদিন ভালো লেগেছে,

বিকেলে যখন বাড়ি ফিরেছি,

স্বপ্নে কত কিছু ভেবেছি।

এই তো সেদিন সেই সকাল বেলা,

এসেছিলে তুমি মোর আঙ্গিনায়,

মিষ্টি মধুর হাসিটা দিয়ে,

করেছিলে মনটি বিনিময়।

দেখা হয়েছিল সেই সকালে,

আসবে বলেছিলে বিকালে,

সে বিকালে তুমি আর এলে না।

তারপর কি হলো জানি না,

সে কথাও মনে পড়েছে।

মেমোরি হয়ে রয়েছে,

ছোটবেলার সব স্মৃতিগুলো,

ভাবছি বসে তার কি হলো,

সেদিনের সেই স্মৃতিগুলো!

হয়তো দেখা আর হবে না

মনের কথা কেও কবে না,

যতটুকু সময় সেদিন ছিল,

ভালোবাসা বিনিময় হয়েছিল।

সে কথা ভোলা যাবে না,

তুমি মোরে আর পাবে না।

হৃদয়ের ভালোবাসা মুছে যাবে না।

ফিরে তো পাবো না সেই দিনগুলো,

ভাবনায় রয়েছে জমা তাই,

দেখছি একা বসে সবটাই,

ফিরে যেতে চায় মন সেখানে,

থাকো না তুমি আজ যেখানে।

যে কথা বলা হয়নি তোমায়,

মনে পড়েছে সে কথা আজ তাই।

কত যে ভালো আমি বেসেছি।

তাই তুমি আছো মোর ভাবনায়।

কতদিন দেখিনি তোমায়,

তোমার কথা আজ মনে হয়,

ভাবছি বসে আজ একা তাই,

কখন দেখিব তোমায়।

লেখক : রহমান মৃধা, সাবেক পরিচালক (প্রোডাকশন অ্যান্ড সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট), ফাইজার, সুইডেন।

[email protected]

নবীন- প্রবীন লেখীয়োদের প্রতি আহ্বান: সাহিত্য সুহৃদ মানুষের কাছে ছড়া, কবিতা, গল্প, ছোট গল্প, রম্য রচনা সহ সাহিত্য নির্ভর আপনার যেকোন লেখা পৌঁছে দিতে আমাদেরকে ই-মেইল করুন [email protected]
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড