• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ৩৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

নানা-নানি

  রহমান মৃধা

২০ নভেম্বর ২০২২, ১৪:১৪
নানা-নানি
প্রবীণ দম্পতি ও ফাইজারের প্রোডাকশন অ্যান্ড সাপ্লাই চেইন ম্যানেজমেন্টের সাবেক পরিচালক রহমান মৃধা (ছবি : সংগৃহীত)

গিয়েছি ছোট বেলায় নানা বাড়ি বেড়াতে,

পারিনি সে স্মৃতি মন থেকে এড়াতে।

চারিখাদার বাজারে গিয়েছি নানার সাথে,

কিনেছি পান সুপারি নানির কারণে।

দেখছি তখন সেই সাথে,

কেমন করে ময়রা বাবু জিলেপি ভাজে।

গরম গরম জিলেপি,

খেতে মজা জানো কি?

খেয়েছি আমি আমার ছোট বেলাতে।

গিয়েছি মেলাতে,

ঘোড়ার দৌড় দেখিতে,

এসেছি ফিরে বাড়ি,

সন্ধ্যা বেলায়।

বলেছে নানি তখন,

খেতে আয় ভাত এখন

নানির হাতের মাখা ভাত খেতে কি মজা।

নানান রকম তরকারি,

রান্না করেছে নানি।

ডালে রসুন দিয়েছে, ওড়ন দিয়ে ঘুঁটেছে,

অমৃত সাধ লাগত খেতে তা কি জানো না?

কাঁসার থাল ভরিয়া,

তেঁতুল দিয়ে মাখাইয়া,

দিয়েছে খেতে ভাত,

খিদে লাগিলে।

কাঁচকলা আর ইলিশ দিয়ে,

পাতলা ঝোলের সুরো করে

দিয়েছে রান্না করে,

আমন চালের ভাত।

নানার দই না হলে চলে না,

মুখে খাবার ঢোকে না।

কী করিবে নানি আমার বুঝিতে না পারে!

শেষে, ময়রা বাবুর দই এসেছে প্রতিদিন সকালে।

রোজার সময় এসেছে,

নানি-গভীর রাতে উঠেছে,

করেছে রান্নাবাড়া সেহেরি খেতে।

সেহেরি খেতে আমরা উঠেছি ভোর রাতে,

নানির হাতের রান্না খেতে ছিল কী মজা!

নানা-নানি বেঁচে নাই,

মনে আছে স্মৃতিটাই

বেহেস্ত নছিব কর খোদা আমার নানা-নানিরে।

লেখক : রহমান মৃধা, সাবেক পরিচালক (প্রোডাকশন অ্যান্ড সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট) ফাইজার, সুইডেন।

[email protected]

নবীন- প্রবীন লেখীয়োদের প্রতি আহ্বান: সাহিত্য সুহৃদ মানুষের কাছে ছড়া, কবিতা, গল্প, ছোট গল্প, রম্য রচনা সহ সাহিত্য নির্ভর আপনার যেকোন লেখা পৌঁছে দিতে আমাদেরকে ই-মেইল করুন [email protected]
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড