রহমান মৃধা
এক চামচ মাটিতে যা কিছু আছে
পৃথিবীর জীবজন্তু সব কিছু মিলে
হবে না সমান তার গণনা করিলে
ভাবনায় ঢুকেছে কী জাদু রয়েছে সৃষ্টির পেছনে?
জানতে মন চায়!
চলমান পৃথিবীতে বসত মোদের
চলছে মনের ঘড়ি তার মতো করে
হঠাৎ সেটা যখন বন্ধ হয়ে যাবে
তাড়াহুড়ো করে দেহ সরাতে হবে
দেরি হলে গন্ধ ছড়াবে ভুবনে।
সব কিছু জেনেশুনে আছি বেশ ভালো।
ভাবনায় ঢুকেছে কী জাদু রয়েছে সৃষ্টির পেছনে?
জানতে মন চায়!
কী দারুণ খেলাটি চলিতেছে জীবনের
মায়াজালে বন্দি করে রেখেছে আমায় ধরে
চলছে সব কিছু নিদারুণ ভাবে।
ভাবনায় ঢুকেছে কী জাদু রয়েছে সৃষ্টির পেছনে?
জানতে মন চায়!
যা কিছু দেখেছি মুগ্ধ হয়েছি
দেখার শেষ নেই প্রতিক্ষণ দেখি তাই
ভাবনায় ঢুকেছে কী জাদু রয়েছে সৃষ্টির পেছনে?
জানতে মন চায়!
সূর্যটা উঠেছিল সকালে কিরণ দিয়ে
সারাদিন পার করে যাবার বেলায়
কেন যেন ম্লান হয়ে সে চলে গল
হঠাৎ চোখের জ্যোতি বাতি হারাল
ভাবনায় ঢুকেছে কী জাদু রয়েছে সৃষ্টির পেছনে?
জানতে মন চায়।
ফুলসুরাত পার হয়ে যেতে হবে বেহেশতে
পারাপারের ব্যবস্থা করতে হবে এখন
নইলে সমস্যা দেখা দিবে তখন।
জীবনের শেষ পথে আল্লাহর রহমতে
চোখ দুটি খুলে গেল ভালোবাসা মিলে গেল
ভাবনায় ঢুকেছে আখেরাতের কথা
সৃষ্টির পেছনে কী জাদু রয়েছে
জানতে মন চায়।
লেখক : রহমান মৃধা, সাবেক পরিচালক (প্রোডাকশন অ্যান্ড সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট), ফাইজার, সুইডেন।
নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118243, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড