শান্তা ঊর্মিলা মৌ
বৃষ্টিভেজা সেই সন্ধ্যাটাতে
তুমি আমি একসাথে।
আজ হারানো সে স্মৃতি গুলি উঁকি দিয়ে যায়
হৃদয়ের আয়নাতে।
সেই রঙ ছড়ানো বিকালের কথা
কেন আজো মনে পড়ে?
মেঘ কালো আকাশে যখন বরষা
নেমে আসে নির্ঝরে।
আজ তমসার ধরাতে আমায় ফেলে
হলে তুমি অভিলাষী,
তবু জানি না কেন আজো
তোমাকেই ভালোবাসি!
অপলক দৃষ্টিতে, কি যেন কি সৃষ্টি তে,
পথ পানে শুধু চেয়ে থাকি।
জানি না কি আছে লেখা, পাবো কি তোমার দেখা,
বুক ভরা আশা আজো রাখি।
শিশির ভেজা সেই সকাল টাতে
তুমি আমি হাত ধরে,
করেছিলাম দুজনে কত প্রেমের প্রলাপ,
তোমার কি মনে পড়ে?
সেই মৃদু কম্পন, শীতের কুয়াশা,
কেন আজো মনে পড়ে?
আর বিষাদের কাঁটাটা বিঁধে দিয়ে যায়
আমার এই অন্তরে।
আজ অশ্রুর নীরধিতে আমায় ফেলে
হলে তুমি সুখ পিয়াসী।
তবু জানি না, জানি না কেন আজো
তোমাকেই ভালোবাসি!
নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118243, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড